মোস্তাফিজের সঙ্গে পাতিরানাকেও একাদশে রেখেছে চেন্নাই
মাতিশা পাতিরানা ফিরলেও মোস্তাফিজুর রহমানকে একাদশে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটানসের বিপক্ষে আজ ঘরের মাঠ এমএ চিদাম্বরমে মুখোমুখি হচ্ছে চেন্নাই।
চেন্নাই দলে এনেছে একটিই পরিবর্তন। স্পিনার মহীশ তিকশানার জায়গায় আনা হয়েছে পাতিরানাকে। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি পাতিরানা। এ ম্যাচের আগে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেন তিনি।
অন্যদিকে চেন্নাইয়ের হয়ে অভিষেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোস্তাফিজ। তবে পাতিরানা ফেরায় এ ম্যাচের আগে মধুর সমস্যাতেই পড়েছিল চেন্নাই। তারা অবশ্য দলে রাখল দুই বিদেশি পেসারকেই। একাদশে অন্য দুই বিদেশি রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল।
আজকের ম্যাচের পিচ রিপোর্টে ব্রডকাস্টিংয়ে আনজুম চোপড়া ও ম্যাথু হেইডেন বলেছেন, উইকেটে বেশ ঘাস আছে। চিপকের উইকেটে যা নিয়মিত দৃশ্য নয়।
এমন উইকেটে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন গুজরাট অধিনায়ক শুবমান গিল। কারণ হিসেবে তিনি বলেছেন, দেখে ভালো উইকেট মনে হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে গুজরাট। এ ম্যাচে অপরিবর্তিত তারা।
অন্যদিকে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, তিনি বোলিং নিতে পারতেন। তবে আগে ব্যাটিং বা বোলিংয়ের মধ্যে পার্থক্য দেখেন না।