দেড় বছরে তিনবার—১০ উইকেটে জিততে শিখে গেছে বাংলাদেশ

গত পরশু পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশএএফপি

আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় জয় কোনটি? প্রশ্নটিতে বোধ হয় খানিকটা ত্রুটি আছে। বড় জয়ের তকমা এভাবে যেকোনো একটিকে দেওয়ার সুযোগ নেই।

অনেক সময় সংখ্যার হিসাবে ছোট হলেও মাঠের বাইরের নানা ঘটনায় সেই জয়টিই অনেক তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। তবে খেলাটাকে শুধু মাঠে রেখে হিসাবে করলে সবচেয়ে বড় জয় কোনটি বা কোনগুলো? রান বা উইকেট কী বলছে?

প্রশ্নটা উঠছে; কারণ, গত পরশুই পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে যা এটাই প্রথম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য এটি প্রথম নয়।

অর্থাৎ অন্য দুই সংস্করণে ১০ উইকেটে জয়ের কীর্তি আছে বাংলাদেশের। মজার ব্যাপার হলো, ১৯৮৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাংলাদেশ এই তিনটি ১০ উইকেটের জয়ই পেয়েছে গত দেড় বছরে।

আরও পড়ুন

শুরুটা হয়েছে ওয়ানডে ক্রিকেট দিয়ে। গত বছরের মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ১০২ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ। তামিম ইকবাল ৪১ ও লিটন দাস ৫০ রানে অপরাজিত থাকেন সেই ম্যাচে।

গত বছরের মার্চে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ
শামসুল হক

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ উইকেটে জয়টি এসেছে চলতি বছরের মে মাসে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজের শেষে ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। গ্র্যান্ড প্রেইরিতে সেদিন ওপেনিং জুটি গড়েছিলেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। প্রথম দুই ম্যাচে অবশ্য বাংলাদেশই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিল।

পাঁচ দিনের খেলায় ইনিংস ব্যবধানের জয়টাকে সবচেয়ে বড় করে দেখা হয়। ২০০০ সাল থেকে টেস্ট খেলা বাংলাদেশ প্রথমবার ইনিংস ব্যবধানে জেতে ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারায় বাংলাদেশ। ইনিংসে জেতার কীর্তি বাংলাদেশ এরপর আর একবারই করতে পেরেছে, সেটা ২০২০ সালে। একই মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ।

আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ
প্রথম আলো

টেস্টে ইনিংস ব্যবধানে পাওয়া জয় বাদ দিলেও বলার মতো একটি বড় জয় আছে বাংলাদেশের। সেটি অবশ্য আফগানিস্তানে বিপক্ষে। তাতে অবশ্য রেকর্ড বইয়ে হেরফের হবে না। ২০২৩ সালের জুনে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। শুধু রানের হিসাবে (ইনিংস ব্যবধান বাদ দিলে) টেস্ট ইতিহাসের এটি তৃতীয় বৃহত্তম জয়। এ শতাব্দীতে সবচেয়ে বড়। রানের হিসাবে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯২৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল তারা।

আরও পড়ুন

রানের হিসাবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের তালিকায় পরের চারটিই জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে উইকেটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি মাউন্ট মঙ্গানুইয়ে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই জয়টি উইকেট বা রানের হিসাব ছাড়াও অন্য অনেক কারণে তাৎপর্যপূর্ণ।

ওয়ানডে ক্রিকেটে রানের হিসাবে সবচেয়ে বড় জয় আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৮৩ রানের জয়টি এসেছে ২০২৩ সালের মার্চে। সিলেটে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলেছিল ৩৩৮ রান, জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১৫৫ রানেই।

ওয়ানডেতে দুবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ
এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে ৮টি ম্যাচে, যার মধ্যে ৬টি ওয়ানডেতে আর টি-টোয়েন্টিতে ২টি। ওয়ানডেতে দুবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। যার একটি ২০১৫ সালে, অন্যটি ২০২২ সালে। বাকি চারবার ঘটেছে কেনিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টিতে ৯ উইকেটে বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে। দুটি ঘটনাই মিরপুরে।

২০১৪ বিশ্বকাপে আফগানিস্তানকে ৯ উইকেট হারানো বাংলাদেশ ২০২০ সালে জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। রানের হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় জয়টি পাপুয়া নিউগিনির বিপক্ষে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে ৮৪ রানে জেতে মাহমুদউল্লাহর দল।

আরও পড়ুন