চোট কাটিয়ে ফিরলেন আরভিন, চোটেই বাদ উইলিয়ামস
কলম্বোয় আগামী শনিবার থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য জিম্বাবুয়ের ঘোষিত দলে অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে ব্যাটসম্যান ক্রেগ আরভিনকে। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে জিম্বাবুয়ে।
চোটের কারণে দুই সংস্করণের জায়গা পাননি জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস। গত ৯ ডিসেম্বর হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েন উইলিয়ামস। চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সংস্করণের সিরিজেই দলের বাইরে থাকা আরভিন শ্রীলঙ্কা সফরে দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন।
ঘরোয়া মৌসুমে ভালো করার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ের ওয়ানডে দলে ডাক পেয়েছেন নতুন মুখ তাপিওয়াহ মুফুদজা। ৩৩ বছর বয়সী এ অফ স্পিনার ১৮ উইকেট নেন। গত বছর অনুষ্ঠিত প্রো৫০ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মুফুদজা। জিম্বাবুয়ের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলা পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হলেও খেলানো হয়নি। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে স্কোয়াডেও তাঁকে রাখা হয়েছে।
তাকুদজাওয়ানাশে কাইতানো, তিনাশে কামুনহুকামুয়ি, মিল্টন শুম্বা ও টনি মানিইয়োঙ্গা জিম্বাবুয়ের ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন। যে সাত নতুন মুখকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রেখেছিল জিম্বাবুয়ে, তাঁরা এর অংশ ছিলেন। তবে টি-টোয়েন্টি সিরিজে কাইতানো, মুফুদজা ও আকরাম জায়গা ছেড়ে দেবেন। তাঁদের জায়গায় দলে ঢুকবেন অলরাউন্ডার ব্রায়ান বেনেট, এইনস্লে এনদলভু ও কার্ল মুম্বা। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা। ডোপিং নীতি ভাঙার দায়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ হওয়া ওয়েসলি মাধেভেরের কোনো সংস্করণের স্কোয়াডেই জায়গা হয়নি।
২০২৩ সাল জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য ভুলে থাকার মতোই বছর। দুই সংস্করণের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও হেরেছে জিম্বাবুয়ে। এরপর জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডেভ হটন।
শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন ওয়াল্টার চাওয়াগুতা। আগামী ৬, ৮ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।