হঠাৎ করেই যেন সব হিসাব-নিকাশ এলোমেলো হয়ে গেল বার্সেলোনার। গত মৌসুমের ব্যর্থতা ভুলে এ মৌসুমে ঘুরে দাঁড়াতে চেয়েছিল কাতালান ক্লাবটি। সে লক্ষ্যে অর্থনৈতিক ঝুঁকি নিয়ে দলও সাজিয়েছিল তারা। তবে মৌসুম শুরু না হতেই এখন বড় ধরনের বিপর্যয়ে সামনে বার্সা।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে জাভি হার্নান্দেজের দল। এমন বিদায়ে মুষড়ে পড়েছেন বার্সা খেলোয়াড়েরাও। পেদ্রি তো বলেই দিলেন, বার্সা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যই না।
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় বার্সার বিদায়। ইন্টার মিলান ৪-০ গোলে ভিক্তোরিয়া প্লজেনকে হারানোর পর বার্সার আর কিছুই করার ছিল না। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সা। এমন বিদায়ের পর দলটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলের মিডফিল্ডার পেদ্রি। নিজেদের চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা নেই উল্লেখ করে এই বার্সা তারকা বলেছেন, ‘অবশ্যই এটা ব্যর্থতা। বার্সাকে গ্রুপ পর্ব থেকেই বের হয়ে যেতে হচ্ছে। আমরা প্রতিযোগিতায় থাকতে পারিনি, কারণ আমরা চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্য নই।’
গ্রুপ পর্বে ৫ ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে বার্সা। সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সা হেরেছে ৩-০ গোলে। নিজেদের তরুণ দল দাবি আরও উন্নতির সুযোগ দেখছেন বলেই জানালেন পেদ্রি, ‘আমরা খুবই তরুণ দল। দলে এখনো উন্নতির জায়গা আছে। আমরা দারুণ কিছু খেলোয়াড় দলে এনেছি। এটা সেটা চ্যাম্পিয়নস লিগে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। এটা ব্যাপক হতাশার।’
কোথায় দলের ঘাটতি রয়েছে তা বলতে গিয়ে পেদ্রি আরও যোগ করে বলেছেন, ‘আমাদের অনেক ঘাটতি রয়েছে। তবে আমাদের আত্মসমালোচনাও করতে হবে। এটা সত্যি যে, মিউনিখে আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। মিলানে কয়েক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এরপরও যা ঘটেছে, তা দেখায় যে আমরা চ্যাম্পিয়নস লিগে লড়াইয়ের যোগ্য ছিলাম না।’