হারমানপ্রীতদের সঙ্গে তবু নিগারদের তেমন পার্থক্য দেখেন না তিলকারত্নে
অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬-০ ব্যবধানে হারের পর এবার ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে ৪-০-তে। ভারতের সঙ্গে সে অর্থে ন্যূনতম লড়াইটা করতে না পারলেও দক্ষতার দিক দিয়ে দুই দলের পার্থক্য তেমন দেখেন না বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাশান তিলকরত্নে। অবশ্য ব্যাটাররা ব্যর্থতার ভয় পাশ কাটাতে পারছেন না, এমন কথাও বলেছেন এই শ্রীলঙ্কান।
ভারতের সঙ্গে সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪৪ রান, ১৯ রান (ডিএলএস), ৭ উইকেট ও ৫৬ রানের (ডিএলএস) বড় ব্যবধানে। কার্যত তিন বিভাগের কোনোটিতেই ভারতের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিকেরা। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গেও বাংলাদেশ একরকম আত্মসমর্পণই করেছিল।
স্বাভাবিকভাবেই তাই দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু নারী ক্রিকেটে বড় দুটি দলের সঙ্গে স্কিলের পার্থক্য কতটা—প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের জবাবে তিলকরত্নে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বড় একটা পার্থক্য আছে স্কিলের দিক দিয়ে। তবে আমার মনে হয় না ভারতের সঙ্গে ততটা আছে। ব্যাপারটা মানসিকতার—ক্রিজে গিয়ে আপনি কীভাবে নিজেকে মেলে ধরছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মেয়েরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অনেক খারাপ করেছে।’
কেন ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারছেন না, সে ব্যাপারে তিলকরত্নের মত, ‘এটা আসলে ব্যর্থতার ভয়, তারা আউট হওয়ার ভয় পায়। একই সঙ্গে ঠিক উপায়টা বের করতে না পারা, হিসাব করে ঝুঁকিটা নিতে পারে না। ওদের আরও সাহসী হতে হবে, আরও মন খুলে খেলতে হবে। আমরা তাদের কাছ থেকে এটাই চাই।’
দলের পারফরম্যান্স নিয়ে নিজের হতাশাটা অবশ্য লুকাননি ৫৬ বছর বয়সী কোচ, ‘আমাদের আরও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। হতাশাজনক পারফরম্যান্স। কখনোই ভাবিনি আমাদের খেলোয়াড়েরা এ রকম খেলবে।’
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলের বিপক্ষে সিরিজকে ভাবা হচ্ছিল ওই টুর্নামেন্টের জন্য আদর্শ প্রস্তুতি। কিন্তু দলটির আত্মবিশ্বাসই এখন নড়বড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সময়ও বেশি নেই বলে তিনি মনে করেন, ‘সিরিজের পর ভুলগুলো খুঁজে বের করে দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ক্রিকেটে ভুল হবেই, সেগুলো শোধরানো গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ আসছে, অজুহাত দিলে চলবে না। আগামী ২-৩ মাসে আমাদের মূল উন্নতিটা করতে হবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে।’
*হাশান তিলকরত্নের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার পড়ুন আগামীকাল প্রিন্ট ও অনলাইন সংস্করণে।