ভারতে বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করবে পাকিস্তানের প্রতিনিধি দল

বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ৯টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতেছবি: টুইটার

ভারতে হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, এ নিয়ে আলোচনা অনেক দিন ধরে। গত ২৭ জুন বিশ্বকাপের সূচি ঘোষণার পর এই শঙ্কা যে পুরোপুরি কেটেছে, তা বলার সুযোগ নেই।

কারণ, পাকিস্তানের বিশ্বকাপে খেলতে যাওয়া নির্ভর করছে সে দেশের সরকারের অনুমতির ওপর। বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ৯টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতে। ভারতে যাওয়ার অনুমতি দেওয়ার আগে এ পাঁচটি ভেন্যু পরিদর্শন করবে পাকিস্তানের একটি প্রতিনিধি দল। ভারত-পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ভারত তাদের ৯টি ম্যাচ খেলবে ৯টি ভেন্যুতে। পাকিস্তান তাদের পাঁচটি ম্যাচ খেলার কথা চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা ও আহমেদাবাদে। পাকিস্তানের প্রতিনিধি দল এ পাঁচটি ভেন্যু পরিদর্শন করার কথা।

ভারত–পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবর
ছবি: আইসিসি

আন্ত প্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়ের (ক্রীড়া) এক কর্মকর্তা বলেছেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দল ও পিসিবির প্রতিনিধি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ভেন্যু পরিদর্শন ও পাকিস্তানের জন্য নিরাপত্তা ও অন্য সুবিধা কেমন পাবে, সেটা পরিদর্শন করবে। ভারতে যেকোনো সফরের আগেই সরকারের অনুমতি চাওয়া হয়, তারা সাধারণত ভারতে একটা প্রতিনিধি দল পাঠায়।’

আরও পড়ুন

ভারতে গিয়ে প্রতিনিধি দল কী করবে, সেই কথাও জানিয়েছেন সেই কর্মকর্তা, ‘প্রতিনিধি দল সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। সেখানে যেসব খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সমর্থক যাবে, তাদের কেমন নিরাপত্তা দেওয়া হবে, তা পরিদর্শন করবে, ওখানে যাবে। কোনো সমস্যা খুঁজে পেলে পিসিবি এই প্রতিবেদন বিসিসিআই ও আইসিসিকে জানাবে।’

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বলেছিলেন, ‘আগামী ৪ জুলাই সাংহাই কো-অপারেশন বৈঠকে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। পাকিস্তান এই সম্মেলনে অংশ নেবে। ক্রিকেট নিয়ে বলতে পারি, পাকিস্তান মনে করে খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয়। ভারতের পাকিস্তানে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত হতাশাজনক। পাকিস্তানের বিশ্বকাপে খেলা-না খেলার বিষয়ে সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে এবং এর মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও আছে। আমরা সময়মতো পিসিবিকে নিজেদের মতামত জানিয়ে দেব।’

আরও পড়ুন