অনেক দিন ধরেই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার যাদব। চোটের কারণে এ বছর এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও শীর্ষে আছেন সূর্যই। আপাতত ভারতের এই ব্যাটসম্যানকে ব্যাটসম্যানদের ছোঁয়া একটু কঠিনই।
তবে আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সূর্যের সঙ্গে কিছুটা দূরত্ব কমিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন বাবর।
পাকিস্তানের সাদা বলের দুই সংস্করণের নেতৃত্ব ফিরে পাওয়া বাবর বর্তমানে আছেন র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে। ১০ রেটিং পয়েন্ট বেড়ে তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৬৩। বাবরের সঙ্গে সূর্যের দূরত্ব এখন ৯৮ রেটিং পয়েন্টে। তালিকার দুই নম্বরে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট, তাঁর রেটিং পয়েন্ট ৮০২। তিন নম্বরে থাকা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭০২।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ১০৪ রান করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন ফখর জামান। তিনি আছেন র্যাঙ্কিংয়ের ৬২তম অবস্থানে। নিউজিল্যান্ডের টিম সাইফার্টও সর্বশেষ ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন। করেছেন ৩৩ বলে ৫২ রান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাইফার্ট ৪ ইনিংসে ১৪৪.০৬ স্ট্রাইকরেটে করেছেন ৮৫ রান। তাতে ৭ ধাপ এগিয়েছেন তিনি। যৌথভাবে ১৭ নম্বরে আছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদির। তিন ধাপ এগিয়ে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার এখন ১৪ নম্বরে। লাহোরে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২-এ ড্র করেছিল পাকিস্তান। সেই ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আফ্রিদি। ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন।
পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া মাইকেল ব্রেসওয়েল ১৩ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে উঠে এসেছেন। পেসার বেন সিয়ার্স ২৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬০ নম্বরে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ২৪০।