মিরপুরে যেমন গেল হাথুরুসিংহের প্রথম দিন
পরনে সাদা টি–শার্ট ও শর্টস। মাথায় ক্যাপ। জাতীয় দলের কোচিং স্টাফের সব সদস্যের গায়ে অনুশীলন কিট, চন্ডিকা হাথুরুসিংহেকে সেখানে দেখা গেল এভাবে। ঢাকায় আসার ১২ ঘণ্টা পার হওয়ার আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন নতুন প্রধান কোচ হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মিরপুরে এলেও মাঠে ঢোকেন বেলা সাড়ে ১১টা বাজার খানিক আগে। ড্রেসিংরুম থেকে বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের সঙ্গে মাঠে ঢোকেন তিনি।
ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আজই প্রথম দলীয় অনুশীলনে আসেন ক্রিকেটাররা, যদিও এ সেশন ছিল ঐচ্ছিক। টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ছাড়া ওয়ানডে দলের সবাই ছিলেন অনুশীলনে। ছিলেন পেসার রেজাউর রহমান, শরীফুল ইসলাম ও ব্যাটসম্যান মাহমুদুল হাসানও।
ক্রিকেটাররা আসার আগেই ড্রেসিংরুমে বসে ছিলেন হাথুরুসিংহে। মাঠে ঢুকে একে একে পরিচিত হন তাঁদের সঙ্গে। সে সময় হাথুরুসিংহের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসও। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এসে কথা বলেন, ইবাদত হোসেনকে দেখে তাঁর উইকেট উদ্যাপনের ভঙ্গি নকল করে স্যালুটও দিতে দেখা যায় হাথুরুসিংহেকে।
তামিমকে সঙ্গে নিয়ে এরপর সেন্টার উইকেটের দিকে যান হাথুরুসিংহে। মিরপুরের হেড কিউরেটর আরেক শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় হাথুরুসিংহে ও তামিমকে। জাতীয় দলের ম্যানেজার নাফীস ইকবালও ছিলেন সেখানে।
কিছুক্ষণ পর মাঠে আসেন বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। এরই মধ্যে ইনডোরে নেট অনুশীলনে যান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয়, নুরুল হাসান, মাহমুদুল হাসান ও আফিফ হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
প্রায় ১০ মিনিটের মতো ইনডোরে ছিলেন হাথুরুসিংহে। এরপর নির্মানাধীন ইনডোর সেন্টারও ঘুরে দেখেন তিনি। মূল মাঠে ফিরে গামিনির সঙ্গে আবার কথা বলতে দেখা যায় তাঁকে। হাথুরু প্রথম দফা দায়িত্বে থাকার সময় স্পিন সহায়ক উইকেট তৈরি শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে সে সময় টেস্টও জিতেছিল বাংলাদেশ, এ সংস্করণে যেগুলো হয়ে আছে এ দেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন।
গামিনির সঙ্গে কথা শেষে আবারও ড্রেসিংরুমে ঢোকেন হাথুরুসিংহে। আগামীকাল প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা আছে তাঁর।