মিরপুর টেস্টের আরেক নাম হতে পারে ‘নিউ-বল টেস্ট’। নরম মাটির উইকেটে বল স্পিন করবেই। কিন্তু স্পিন জোরে হচ্ছে নাকি মন্থর গতিতে, সেটাই আসল। বল যখন নতুন থাকবে, স্পিন হবে জোরে। পুরোনো হলে হবে মন্থর স্পিন। দিনের দ্বিতীয় সেশনে বল পুরোনো হলে স্পিনের গতি কমতে থাকে। ব্যাটিংও প্রথম সেশনের তুলনায় কিছুটা সহজ হয়ে ওঠে।
আজ বাংলাদেশ দলের ব্যাটিংও দ্বিতীয় সেশনে কিছুটা সহজ মনে হচ্ছিল। কিছুটা পুরোনো হয়ে ওঠা বল মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন বেশ স্বাচ্ছন্দ্যেই সামলাচ্ছিলেন। বাংলাদেশের মিরপুর টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এই দুজনের জুটিটাকে বড় করতেই হতো। কিউই স্পিনারদের প্রান্ত বদল করে খেলে বাংলাদেশের রানটাকে এক শ’র ওপারে নিয়ে যান।
কিন্তু নিজেদের ভুলে ছন্দপতন হয় বাংলাদেশের। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৪৯ রান। নাঈম হাসান (৪) ও তাইজুল ইসলাম (৪) ক্রিজে আছেন।
৫৭ রানের জুটি গড়ে এগোতে থাকা বাংলাদেশ দলের ব্যাটিংয়ে আরও একটি ধসের শুরু হয় মুশফিকের ভুলে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ’ আউট হন মুশফিক। কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাট করা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল।
মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন।
উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শাহাদাতও। ১০২ বল ক্রিজে থাকার পর গ্লেন ফিলিপসের লেগ স্টাম্পের বাইরের নিরীহ বলে ব্যাট ছুঁইয়ে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৩১ রান। ফিলিপসের অফ স্পিনে মারতে গিয়ে উইকেট খুইয়েছেন নুরুল হাসানও (৭)। তবে মিরাজের ব্যাটে একটু একটু করে এগোচ্ছিল বাংলাদেশের স্কোর। সেই মিরাজও দ্বিতীয় সেশনের শেষে এসে স্যান্টনারের বলে স্লিপে ক্যাচ তোলেন। ৪২ বলে ২০ রানে থামে মিরাজের ইনিংস।