তামিমকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড

লর্ডসে সেঞ্চুরি করার পর তামিম ইকবালের উচ্ছ্বাসফাইল ছবি

ক্রিকেটের তীর্থ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। আন্তর্জাতিক ক্রিকেট খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে—লর্ডসে যদি একটা ম্যাচ খেলতে পারতাম! সেদিক থেকে তামিম ইকবালকে ভাগ্যবানই বলতে হবে। লর্ডসে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব সংস্করণেই একটি করে।

ওয়ানডে বা টি-টোয়েন্টিতে লর্ডসে মনে রাখার মতো কিছু করতে পারেননি তামিম। ২০১৯ সালে লর্ডসে একটি ওয়ানডে খেলেছেন তামিম। বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৮ রান। পাকিস্তানের ৩১৫ রান তাড়া করতে নেমে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়েছেন বাংলাদেশের ওপেনার।

আরও পড়ুন

লর্ডসে তামিম একমাত্র যে টি-টোয়েন্টিটি খেলেছেন, সেটি বাংলাদেশের হয়ে নয়। ম্যাচটি ছিল বিশ্ব একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের। সেই ম্যাচে নিউজিল্যান্ডের লুক রনকির সঙ্গে ওপেন করতে নেমে ২ রান করেছেন তামিম। রনকি রানই করতে পারেননি।

কিন্তু ২০১০ সালে লর্ডসে খেলা টেস্টটিতে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি ইনিংস খেলেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। ইংল্যান্ডের কাছে সেই ম্যাচ বাংলাদেশ ৮ উইকেটে হারলেও সেঞ্চুরি করার সুবাদে অন্য রকম এক আনন্দে ভেসেছিলেন তামিম। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠেছে তাঁর। যেখানে নাম তুলতে পারেননি কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। সেঞ্চুরি করলে বা বল হাতে ৫ উইকেট পেলেই লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে কারও।

আরও পড়ুন

তা তামিমের বিদায় বেলায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাঁকে অভিনন্দন জানিয়েছে। তামিমকে ট্যাগ করে তারা টুইট করেছে। সেখানে লেখা ছিল, ‘বাংলাদেশের হয়ে অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

আরও পড়ুন