সাইফউদ্দিনকে নিয়ে বিড়ম্বনায় বিসিবি
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাননি। দেশের গত কয়েক দিনের সহিংস পরিস্থিতির কারণে ভিসা পাননি কানাডার, যেতে পারেননি গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে। সব মিলিয়ে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ সাইফউদ্দিন বিসিবি থেকে দুই মাসের ছুটি চেয়েছেন।
পাকিস্তান সফরের বাংলাদেশ ‘এ’ দলে আছেন সাইফউদ্দিন। তাঁর ছুটির আবেদন তাই একরকম বিড়ম্বনাতেই ফেলে দিয়েছে বিসিবিকে। নির্বাচক কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেছেন, ‘সাইফউদ্দিন আমাদের কাছে দুই মাসের ছুটি চেয়েছে। তাকে আমরা “এ” দলে রেখেছিলাম। এখন তার জায়গায় অন্য কাউকে নিতে হবে।’
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠের জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। সেই সিরিজের ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েও জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তাঁর জায়গায় সুযোগ হয় আরেক পেসার তানজিম হাসানের, যিনি ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তকে সঠিকও প্রমাণ করেছেন।
বিশ্বকাপ দলে জায়গা হারিয়ে সাইফউদ্দিন হতাশায় ভেঙে পড়েন। বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডার লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নেন সাইফউদ্দিন।
কিন্তু দেশে সহিংস পরিস্থিতির কারণে সময়মতো কানাডার ভিসা পাননি। ভিসা পেলে টুর্নামেন্টের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার আশা ছিল সাইফউদ্দিনের। কিন্তু নির্বাচকেরা পাকিস্তানে ‘এ’ দলের সফরে তাঁকে রেখে দল ঘোষণা করায় সাইফউদ্দিনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে ভেড়ায় টরন্টো ন্যাশনালস।
প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েও তা হাতছাড়া হওয়ায় হতাশ হয়েই ছুটি চেয়েছেন সাইফউদ্দিন। চিঠিতে লিখেছেন, ‘সাম্প্রতিক বিশ্বকাপ ক্রিকেট ও সুযোগ পেয়েও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে খেলতে না পারায় মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। তাই আগামী দুই মাস আমি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই।’
‘এ’ দলের পাকিস্তান সফর ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ৩টি করে মোট ৬টি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের গত কয়েক দিনের পরিস্থিতির কারণে সময়মতো পাকিস্তানে যেতে পারেনি ‘এ’ দল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী গতকাল পাকিস্তানের বিমান ধরার কথা ছিল ক্রিকেটারদের। আজ বিসিবি জানিয়েছে, সব ঠিক থাকলে ‘এ’ দল পাকিস্তান যাবে ৯ আগস্ট।
আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, ১৮ আগস্ট দ্বিতীয়টি। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা দুই দলের। বাংলাদেশ দল সময়মতো যেতে না পারায় নতুন করে সফরসূচি সাজাতে হয়েছে। নতুন সূচিতে ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি ২০ আগস্ট। ২৬, ২৮ ও ৩০ আগস্ট হবে তিনটি ৫০ ওভারের ম্যাচ।