ভালো দল হতে এমন আক্রমণাত্মক ক্রিকেটই খেলে যাবেন সাকিবরা
ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশেষ করে টি–টোয়েন্টিতে কোন এক জাদুর ছোঁয়ায় যেন হঠাৎই বাংলাদেশ অন্য রকম দল হয়ে উঠেছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলে নিজেদের নতুন করে চেনাচ্ছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদরা।
এরই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে পাওয়ার প্লের ৬ ওভারে রেকর্ড ৮১ রান করেছে বাংলাদেশ। কিন্তু এই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়েই আজ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ব্যাটিং ধস নেমেছে বাংলাদেশের ইনিংসে।
আগের দুই ম্যাচে ২০০ পেরোনো স্কোর করা বাংলাদেশ আজ অলআউট হয়েছে ১২৪ রানে। ৪১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ একটা পর্যায়ে ৬১ রানে ৭ উইকেটই হারিয়ে ফেলে। এরপরও অবশ্য আক্রমণাত্মক খেলার মানসিকতা থেকে বেরিয়ে আসেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ভালো দল হতে হলে এমন আক্রমণাত্মক ক্রিকেটই খেলে যেতে হবে বাংলাদেশকে। সাকিবের কথা, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। কিন্তু এটা হতেই পারে। আমরা যদি একই রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলি, কখনো কখনো ফল আসবে না।’
সাকিব এরপর যোগ করেন, ‘আমরা আমাদের মানসিকতা বদলাতে চাই না। আমরা ভালো দল হওয়ার জন্য এভাবেই (আক্রমণাত্মক) ক্রিকেট খেলে যেতে চাই।’