বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ

ক্রিকেটে অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল এখন যে জায়গায় আছে, এই অবস্থায় দলের হাল ধরার সবচেয়ে বড় দায়িত্ব অভিজ্ঞদের। ফর্মহীন তুলনামূলক অনভিজ্ঞদের জন্য পরিস্থিতিটা খুবই কঠিন। ছেলেরা গত কয়েক দিন খেলার বাইরে ছিল। সাধারণত এ ধরনের বিশ্রাম দলকে নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ করে দেয়। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের কোনো সুখস্মৃতি না থাকায় সেটা হয়তো কঠিন হবে। কঠিন এই কাজটা করে দেখানোর দায়িত্বই অভিজ্ঞদের। অবশ্য আজকের ম্যাচে দিল্লির বায়ুদূষণ একটা দুশ্চিন্তার বিষয়। আশা করব, সেটা খুব বড় বাধা হয়ে দাঁড়াবে না।

বাংলাদেশ আজ যাদের বিপক্ষে খেলবে, সেই শ্রীলঙ্কাও খুব ভালো জায়গায় নেই। ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হলেও শ্রীলঙ্কা সামগ্রিকভাবে বাংলাদেশের চেয়ে ভালো খেলেছে। বিশ্বকাপের শুরু থেকে দুই দলের মধ্যে শ্রীলঙ্কার অর্জনই হয়তো বেশি। সেদিক থেকে কিছুটা হলেও লঙ্কানরা এগিয়ে। তবে এই শ্রীলঙ্কাকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিবরা কিছুটা হলেও ইতিবাচকতা খুঁজে নেবে। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার হিসাব–নিকাশে চোখ থাকবে দুই দলেরই। এই চাপটা যারা ভালো সামলাবে, ফল হয়তো তাদের পক্ষেই যাবে।

লিটনরা কি আজ ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারবেন?
এএফপি

বাংলাদেশের সমস্যাগুলো অবশ্য রয়েই গেল। টপ অর্ডার ব্যাটসম্যানদের এবার সামলাতে হবে শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে। ধারাবাহিকভাবে তিনি নতুন বলে উইকেট নিচ্ছে। লিটনদের ভালো কিছু করতে হলে মাদুশঙ্কার চ্যালেঞ্জটা উতরাতে হবে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ধারাবাহিক ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারে, সেটা দলকে অনেক সাহস জোগাবে। মুশফিক, মাহমুদউল্লাহরা তাহলে পরের দিকে আরও স্বাচ্ছন্দ্যে খেলার স্বাধীনতা পাবে।

নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের বোলাররা অনেক সুযোগ তৈরি করেছিল। ক্যাচ না ফেললে হয়তো সে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তবু ডাচদের যে রানে আটকানো গেছে, সেটা কমই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। আজকের ম্যাচেও সাকিবদের সেই বোলিংটা করতে হবে। শুরু থেকেই উইকেট নেওয়ার বিকল্প নেই। ফিল্ডারদেরও সুযোগ লুফে নিতে হবে। বাংলাদেশ যদি আগে বোলিং করে, তাহলে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকাতে হবে। কারণ, ব্যাটসম্যানরা যে অবস্থায় আছে, তারা নিশ্চয়ই বড় রান তাড়া করায় স্বাচ্ছন্দ্য বোধ করবে না। চাপে থাকবে শ্রীলঙ্কাও। আর আগে ব্যাটিং করলে বড় রান করতে হবে বাংলাদেশকে।

টানা ছয় ম্যাচ হেরেছেন সাকিবরা
এএফপি

আমি বলব, আজকের ম্যাচটা শুধু চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা ধরে রাখার ম্যাচ নয়। এটি বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ম্যাচও। শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশ দলকে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য তো বটেই। বিশ্বকাপের পরের জন্যও।

নাজমূল আবেদীন: ক্রিকেট বিশ্লেষক ও কোচ।