না খেললেও দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারেন উইলিয়ামসন
হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে কেইন উইলিয়ামসনকে, ধারণা করা হচ্ছে এমন। তবে দলের অধিনায়কের বিশ্বকাপে খেলা নিয়ে আশা ছাড়ছে না নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা না হলেও দলের সঙ্গে ঠিকই দেখা যেতে পারে তাঁকে। ভারতে তিনি যেতে পারেন দলের মেন্টর হিসেবে।
আইপিএলের প্রথম ম্যাচেই ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান উইলিয়ামসন। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে, এরপর দেশেও ফিরে যান তিনি। সেখানে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখনো হাঁটুতে ব্যান্ডেজ আছে উইলিয়ামসনের, শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। প্রাথমিকভাবে উইলিয়ামসনের আইপিএল শেষ, জানা যায় এমন। এরপর এ বছরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও তাঁর খেলা চরম অনিশ্চয়তায় পড়ে যায়।
তবে উইলিয়ামসনের চোট নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘দেখুন, এখনোই বলা যাবে না। তার অস্ত্রোপচার হয়েছে, এখন পর্যন্ত যেটিকে সফল বলেই জানি। এখন সে পুনর্বাসন প্রক্রিয়ার খুবই প্রাথমিক পর্যায়ে আছে।’
তাঁকে নিয়ে কোনো তড়িঘড়ি করতে চান না স্টিড, ‘এখনো সে পায়ে ভর দিয়ে হাঁটা শুরু করেনি, ব্যান্ডেজও আছে। ফলে এখন সামনের দিকে ধাপে ধাপে এগোনোর ব্যাপার। এই মুহূর্তে তাকে নিয়ে বলতে গেলে (বিশ্বকাপে) খেলাটা কঠিন। তবে তার মান ও সামর্থ্যের কোনো খেলোয়াড়কে আমরা এখনোই বাদ দিয়ে দিতে চাই না। এ দলে সে যে ভূমিকা রাখে। এখন বললে আগবাড়িয়ে হয়ে যাবে, তবে সুযোগ তো আছে।’
শেষ পর্যন্ত খেলতে না পারলেও দলের সঙ্গে তাঁকে মেন্টর হিসেবে ভারতে নিয়ে যাওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্টিড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের কাছে নাটকীয় ফাইনাল টাই হওয়ার পর বাউন্ডারি গণনায় হেরেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।
এদিকে উইলিয়ামসনের চোটে আলোচনায় নতুন করে এসেছেন মার্ক চ্যাপম্যান। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজ কাটানো চ্যাপম্যানকে ডাকা হয়েছে ওয়ানডে সিরিজের জন্য। বিশ্বকাপের ভাবনাতেও এ বাঁহাতি আছেন বলে জানিয়েছেন স্টিড, ‘একটা ইনিংসের কারণেই মার্ক চ্যাপম্যানকে ওয়ানডে দলে ডাকা হয়নি। দলে জায়গার জন্য অনেক প্রতিযোগিতা, তবে এটা সেই প্রতিযোগিতারও ব্যাপার নয়। বরং আমরা বিশ্বকাপ সামনে রেখে কীভাবে দল গড়ছি, সেটির ব্যাপার। সে ভাবনায় মার্ক চ্যাপম্যান আছে।’