পাতিরানার পরিবর্তে শ্রীলঙ্কা দলে ম্যাথুস
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে তাঁরা ছিলেন না। কিন্তু নেদারল্যান্ডস ম্যাচের আগেই ‘আকস্মিক পরিস্থিতি’ সামলাতে শ্রীলঙ্কা দলে যোগ দেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুষ্মন্ত চামিরা। দলের সঙ্গে থাকলেও মূল স্কোয়াডে নয়, রিজার্ভ হিসেবেই ছিলেন তাঁরা। তবে আজ কাঁধের চোটে পড়া মাতিশা পাতিরানার পরিবর্তে শ্রীলঙ্কা দলে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাথুসকে।
এর আগে ১০ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন পাতিরানা। যে কারণে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও খেলা হয়নি এই পেসারের। তবে চোট থেকে আপাতত সেরে না ওঠায় এখন বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হলো পাতিরানাকে। চোটে পড়ার আগে অবশ্য বাজে বোলিংয়ের কারণেই বাদ পড়ার শঙ্কায় ছিলেন পাতিরানা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১৯ ওভার বল করে দিয়েছিলেন ১৮৫ রান।
অন্যদিকে পাতিরানার পরিবর্তে দলে আসা সাবেক অধিনায়ক ম্যাথুস সর্বশেষ ওয়ানডে খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে গত জুনে। মূলত অভিজ্ঞতার কারণেই দলে যোগ করা হয়েছে তাঁকে। শ্রীলঙ্কার হয়ে এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও খেলেছেন ৩৬ বছর বয়সী ম্যাথুস। ২০১৫ সালের বিশ্বকাপে দলের অধিনায়কও ছিলেন তিনি।
চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দ্বিতীয় লঙ্কান খেলোয়াড় পাতিরানা। এর আগে চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নেকে। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটিতেও খেলেছেন চামিকা।
বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে লঙ্কানরা নিজেদের পরের ম্যাচ খেলবে ২৬ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।