এবার সাকিব আরও কৃপণ, কোয়ালিফায়ারে গল
১১.১ ওভারে দরকার ৭৫ রান, হাতে ১০ উইকেট। কোয়ালিফায়ারে পৌঁছাতে গল টাইটানসের জন্য সমীকরণটা ছিল এমন। যেকোনো বিচারেই সমীকরণটা সহজ। কলম্বো স্ট্রাইকার্সকে মাত্র ৭৪ রানে গুটিয়ে দিয়ে বোলাররাই কাজটা সহজ করে দিয়েছিলেন। বাকি কাজটা করেছেন গলের ব্যাটসম্যানরা। ৮.৩ ওভারে গল পৌঁছে যায় জয়ের বন্দরে। এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ারে উঠল সাকিব–লিটনের গল।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন সাকিব। জাফনা কিংসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ৪ ওভার বল করে সাকিব দিয়েছিলেন মাত্র ১৩ রান, নিয়েছিলেন ১ উইকেট। আজ কলম্বোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রান সাকিব ছিলেন আরও কৃপণ। ৩.৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৮ রান, নিয়েছেন ইফিতখার আহমেদের উইকেট। ব্যাট হাতেও আজ খেলেছেন অপরাজিত ১৫ বলে ১৭ রানের ইনিংস।
সাকিবের জন্য দিনটা ভালো গেলেও লিটনের জন্য ভালো ছিল না। ৪ বলে ১ রান করে ফিরেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। এদিন কলম্বোর হয়ে খেলেছেন বাংলাদেশের আরও এক প্রতিনিধি শরীফুল ইসলাম। ১ ওভার বল করে ৭ রান দিয়েছেন শরীফুল।
বাবর আজম, পাথুম নিসাঙ্কাদের কলম্বোকে মাত্র ৭৪ রানে গুটিয়ে দেওয়ার কাজটা মূলত করেছেন তাব্রেইজ শামসি ও সেকুগে প্রসন্ন। ৪ ওভার বল করে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন শামসি। ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন প্রসন্ন।
টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে জেতার পর টানা ৪ ম্যাচে হেরেছিল সাকিবের গল। তবে এরপর টানা দুটি দুর্দান্ত জয়ে শীর্ষে দুইয়ে থেকেই কোয়ালিফাই করল তারা। প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে খেলবে গল। শীর্ষ চারে থাকা বাকি দুই দল হলো বি লাভ ক্যান্ডি ও জাফনা কিংস।