২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দাপুটে জয়ে ধবলধোলাই এড়াল অস্ট্রেলিয়া

সর্বশেষ ৫ ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। হারের কারণ হিসাবে বারবার সামনে আসছিল বোলিং পারফরম্যান্স। ভারতের বিপক্ষে আজ রাজকোটে সিরিজের শেষ ওয়ানডেতে বোলাররা অবশ্য ভালোই করেছেন। তবে তার আগে মূল কাজটা করে রেখেছিলেন ব্যাটসম্যানরাই। এতেই ভারতকে ৬৬ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলেছিল ৭ উইকেটে ৩৫২ রান, জবাবে ভারত আটকে গেছে ২৮৬ রানে।

এ ম্যাচে অস্ট্রেলিয়া খেলিয়েছে পূর্ণশক্তির দল। ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলরা। অন্যদিকে ভারতীয় দলে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। ভারত অবশ্য বিশ্রামে রাখে শুবমান গিলসহ কয়েকজনকে।

আরও পড়ুন

টসে জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেয় ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ওপেনিং জুটি। ৮ ওভারেই দুজন তোলেন ৭৮ রান। ৩২ বলে ফিফটি করা ওয়ার্নার অবশ্য বেশি দূর যেতে পারেননি। তাতে অবশ্য সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম পাওয়ারপ্লেতে ৯০ রানের পর প্রথম ২০ ওভারে ওঠে ১৪৬ রান। দ্বিতীয় উইকেটে মার্শ ও স্টিভেন স্মিথের জুটিতে ওঠে ১১৯ বলে ১৩৭ রান। মার্শ সেঞ্চুরি পাননি ৪ রানের জন্য, তাঁর আউটেই ভাঙে সে জুটি। স্মিথও এরপর বেশিক্ষণ টেকেননি, ৬১ বলে ৭৪ রান করে থামেন তিনি।

দ্বিতীয় উইকেটে মার্শ ও স্টিভেন স্মিথের জুটিতে ওঠে ১১৯ বলে ১৩৭ রান
এএফপি

এরপর মারনাস লাবুশেন একপ্রান্ত আগলে রাখলেও মিডল অর্ডারে বড় জুটি হয়নি অস্ট্রেলিয়ার। সপ্তম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে লাবুশেন যোগ করেন আরও ৪৬ রান। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৫৮ বলে ৭২ রান। অস্ট্রেলিয়ার এক থেকে চার নম্বরে খেলা চার জনই পেয়েছেন ফিফটির দেখা, তাদের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে পঞ্চমবার।

প্রথম ৩০ ওভারে ২ উইকেটে ২৩০ রান তোলা অস্ট্রেলিয়াকে ৪০০ হাতছানি দিচ্ছিল ভালোভাবেই। তবে নিয়মিত উইকেট হারানোয় সেটি হয়নি। শেষ ২০ ওভারে তারা তুলেছে ১২২ রান, শেষ ১০ ওভারে ৬৬। ভারতের মূল পেসার বুমরার ওপর চড়াও হয়েছিল অস্ট্রেলিয়া, ১০ ওভারে তিনি দেন ৮১ রান। যদিও নেন ৩ উইকেট।

আরও পড়ুন

শুবমান গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে রান তাড়ায় ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুবিধা করতে পারেননি, ৩০ বল খেলে করেছেন ১৮ রান। তবে রোহিতের ঝোড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৭৪ রান, ১১তম ওভারে থামেন ওয়াশিংটন। অস্ট্রেলিয়াকে সেই ব্রেকথ্রু এনে দেন ম্যাক্সওয়েল। শুধু সেটি নয়, ভারতের প্রথম চার ব্যাটসম্যানের উইকেটই নেন তিনি।

ফিরেই ৪ উইকেট নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল
এএফপি

রোহিতের ৫৭ বলে ৮১, কোহলির ৬১ বলে ৫৬ ভারতকে লড়াইয়ে রেখেছিল ভালোভাবেই। এরপর শ্রেয়াস আইয়ার করেন ৪৩ বলে ৪৮ রান। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি, এমন রান তাড়ায় যেটির খুব দরকার ছিল। প্রথম ৩০ ওভারে উইকেট ধরে রাখলেও পরে গিয়ে আর পারেনি ভারত, রান ও বলের সমীকরণও মেলাতে পারেনি স্বাগতিকেরা।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫২/৭ (মার্শ ৯৬, স্মিথ ৭৪, লাবুশেন ৭২, ওয়ার্নার ৫৬; বুমরা ৩/৮১, কুলদীপ ২/৪৮)
ভারত: ৪৯.৪ ওভারে ২৮৬ (রোহিত ৮১, কোহলি ৫৬, শ্রেয়াস ৪৮; ম্যাক্সওয়েল ৪/৪০, হ্যাজলউড ২/৪২)
ফল: অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল
ম্যান অব দ্য সিরিজ: শুবমান গিল
সিরিজ: ভারত ২–১ ব্যবধানে জয়ী