অবসর প্রশ্নে রোহিত শর্মা: আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে

ভারত অধিনায়ক রোহিত শর্মাএএফপি

রোহিত শর্মা নিজেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন।

সিডনি টেস্টে ভারতের একাদশে স্বয়ং অধিনায়কই নেই! ফর্ম যত খারাপই হোক, বিস্ময়ে চোখ কপালে ওঠার মতো বিষয়ই। গোটা সিরিজেই রান পাচ্ছিলেন না। অনেকে তাই টেস্ট থেকে ভারত অধিনায়কের বিদায়ও দেখে ফেলেন, যা কারও কারও চোখে সত্যি হয়ে ধরা দেয় সিডনি টেস্টে রোহিত নিজেকে ভারতের একাদশ থেকে সরিয়ে নেওয়ার পর। সুনীল গাভাস্কারের মতো ভারতীয় কিংবদন্তি স্টার স্পোর্টসকে বলেছিলেন, ‘মেলবোর্ন (সিডনির আগেরটি) টেস্টই সম্ভবত রোহিত শর্মার শেষ...টেস্টে আমরা রোহিত শর্মাকে সম্ভবত শেষবারের মতো দেখে ফেলেছি।’

আরও পড়ুন

কিন্তু রোহিত সেটা মনে করছেন না; বরং বাইরে থেকে যাঁরা তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা মন্তব্য করছেন, তাঁদের খোঁচাও দিয়েছেন। সিডনি টেস্টে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজ বিরতির সময় স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ধারাভাষ্যকক্ষে যাঁরা বসে থাকেন কিংবা ক্রিকেট নিয়ে যাঁরা লেখেন—তাঁর জীবন কোন পথে যাবে, কীভাবে কাটবে, সেসব তাঁরা ঠিক করে দেবেন না।

৩৭ বছর বয়সী রোহিতের কথাগুলো পড়ুন তাঁর মুখ থেকেই—‘ধারাভাষ্যকক্ষে যাঁরা বসে আছেন কিংবা ল্যাপটপে যারা লেখেন, তাঁরা ঠিক করবেন না আমার জীবন কীভাবে যাবে। অনেক দিন ধরে খেলাটা খেলছি, তাঁরা ঠিক করবেন না, আমি কখন খেলব, কীভাবে খেলব, কখন অধিনায়কত্ব করব কিংবা কখন সরে দাঁড়াব। আমারও বিবেচনাবোধ আছে, আমি একজন পরিণত মানুষ, দুটি সন্তানের বাবা। আমারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে এবং জীবনে কী চাই, সেটা আমি জানি।’

আরও পড়ুন

রোহিত নিশ্চিত করেছেন, টেস্ট ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না, ‘(সিডনি টেস্টে না খেলা) এটা অবসর নেওয়ার সিদ্ধান্ত নয়। আমি খেলাটি থেকে সরে দাঁড়াচ্ছি না। কিন্তু এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি, কারণ ব্যাটে রান পাচ্ছিলাম না। এখন থেকে আগামী দুই কিংবা পাঁচ মাসের মধ্যে যে রান করব, সেই নিশ্চয়তাও নেই। আমি অনেক ক্রিকেট দেখেছি, প্রতিটি মিনিটে, সেকেন্ডে, প্রতিদিন জীবন পাল্টায়। সবকিছু পাল্টাবে, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু এর পাশাপাশি আমাকে বাস্তববাদীও হতে হবে।’

রোহিতের জায়গায় অধিনায়কত্ব করছেন বুমরা
এএফপি

বোর্ডার-গাভাস্কার সিরিজে দেরিতে অস্ট্রেলিয়ায় পৌঁছানোয় পার্থে প্রথম টেস্ট খেলেননি রোহিত। এরপর অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে খেলে তাঁর স্কোর যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯। সিডনি টেস্টে রোহিতের জায়গায় ভারতের অধিনায়কত্ব করছেন যশপ্রীত বুমরা। গতকাল ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হওয়ার পর আজ দ্বিতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৩৯ রান তুলেছে অস্ট্রেলিয়া।