কম আলোর মধ্যেও খেলার মতো ক্রিকেট বল তৈরি করতে চায় অস্ট্রেলিয়া

আলোকস্বল্পতার সমাধান বের করতে চায় অস্ট্রেলিয়াছবি: রয়টার্স

সিডনি টেস্টে আলোর স্বল্পতার কারণে ওভার কাটা যাওয়া আর দিনের খেলা নষ্ট হওয়ার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন্যরকম ভাবনা তৈরি হচ্ছে। ক্রিকেট–প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে নেওয়ার কথা ভাবছে তারা। মাঠে আলোর স্বল্পতার মধ্যেও খেলা যায়, এমন বল তৈরি করতে চায় অস্ট্রেলিয়ানরা। সিডনি টেস্টে আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে প্রথম দুই দিনে ৪৯ ওভারের খেলা হয়নি। আজ তৃতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, খেলোয়াড়দের পক্ষ থেকে এমন বল তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। টেস্ট ম্যাচে আলোর স্বল্পতার মধ্যে লাল বল দেখতে সমস্যা হয় ব্যাটসম্যান এবং ফিল্ডারদের। বেশি সমস্যা হয় ব্যাটসম্যানদের।

আরও পড়ুন

তাই আলো কম থাকলেও যেন টেস্টে দিনের খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়, এমন একটা ক্রিকেট বল তৈরির চেষ্টা করার কথা বলেছেন গ্রিনবার্গ। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাহায্য নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে সিএ আগ্রহ না দেখালে নিজেদের উদ্যোগে প্রকল্পটি হাতে নিতে চান গ্রিনবার্গ।

আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) হেরাল্ড ও এজকে গ্রিনবার্গ বলেছেন, ‘আমি তাদের (সিএ) সঙ্গে (বল তৈরি নিয়ে) কথা বলতে চাই। কী করা যায়, তা ভাবতে হবে। কাদের সঙ্গে এ নিয়ে কাজ করব, কীভাবে কাজ করব—এসব নিয়ে কথা বলতে হবে। কারণ, আইসিসি এসব নিয়ে কিছু করছে না। ক্রিকেটে এসব নিয়ে কেউ কাজ করছে না, তাই জায়গাটায় শূন্যতা বিরাজ করছে। কাউকে না কাউকে তো এটা করতে হবে। তাই আমরা এটা করতে চাই।’

আলোকস্বল্পতায় শেষের রোমাঞ্চটা হলো না পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচে
ছবি: এএফপি

গ্রিনবার্গ একটু ক্ষোভের সুরে বলেছেন, ‘আমরা শুধু বসে ছিঁচকাঁদুনের মতো মাঠে না থাকার অভিযোগ করতে পারি না। কিছু একটা করতেই হবে। আমরা কি সত্যিই এসব নিয়ে গবেষণা করে সমাধান খোঁজার চেষ্টা করছি? সেটা না হলে খেলোয়াড়েরা এ বিষয়ে পদক্ষেপ নেবে এবং টাকা খরচ করে কিছু একটা করার চেষ্টা করবে। কারণ, সমাধান প্রয়োজন। খেলতে না পারা মোটেই ভালো বিষয় নয়।’

আরও পড়ুন

সিডনিতে তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টিতে ভেসে গেছে দিনের খেলা। ৪ উইকেটে ৪৭৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। হাতে আছে আর দুই দিন। এদিকে ম্যাচে একটি ইনিংসই এখনো শেষ হয়নি। ১৯৫ রানে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা।