মাইলফলকের সামনে মুশফিক-তাইজুল

মুশফিকুর রহিম (ডানে) ও তাইজুল ইসলামফেসবুক

আজ সকালে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের দুই টেস্টের সিরিজ, দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ২০০১ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুদল। মুখোমুখি লড়াইয়ে দুদলের পরিসংখ্যান ও এ সিরিজে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি দেখে নেওয়া যাক—

র‍্যাঙ্কিং

বাংলাদেশ ৯, পাকিস্তান ৬

ফর্ম (সর্বশেষ ম্যাচ শুরুতে)

বাংলাদেশ

হার-হার-হার-জয়-জয়

পাকিস্তান

হার-হার-হার-জয়-জয়

টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

দলীয় সর্বোচ্চ

দলীয় সর্বনিম্ন

২২৬

দুদলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ আজহার আলীর (মিরপুর, ২০১৫)। বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি তামিম ইকবালের, ২০১৫ সালে খুলনায় ২০৬ রান।

৩৪

দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ উইকেট দানেশ কানেরিয়ার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২টি উইকেট তাইজুল ইসলামের।

৮/৪২

দুদলের ইনিংস-সেরা বোলিং সাজিদ খানের, মিরপুরে ২০২১ সালে। বাংলাদেশের সেরা বোলিংটি তাইজুল ইসলামের ৭/১১৬, ২০২১ সালে চট্টগ্রামে।

২০০

সাকিব আল হাসানের (২৩৭) পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটে মাইলফলক ছুঁতে ৫ উইকেট দরকার তাইজুল ইসলামের।

১৫০০০

তামিম ইকবালের (১৫২৪৯) পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে ৩২ রান দরকার মুশফিকুর রহিমের।