নিষ্প্রভ সাকিবের দল ফাইনালে উঠতে ব্যর্থ

ব্যাটে–বলে ভালো করতে পারেননি সাকিব। আজ জ্যামাইকার বিপক্ষেছবি: টুইটার

টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ দিয়ে শুরু। এরপর ম্যাচসেরা টানা দুই ম্যাচে। তাঁর দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সও উঠল কোয়ালিফায়ারে। কিন্তু কোয়ালিফায়ারে দুই ম্যাচের একটিতেও ভালো করতে পারেননি সাকিব আল হাসান।

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৩৭ রানের হারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে বিদায় নিল সাকিবের দল গায়ানা। ফাইনাল উঠল জ্যামাইকা।

আরও পড়ুন

আগে ব্যাটিংয়ে নামা জ্যামাইকা তালাওয়াশের শামারা ব্রুকস বিধ্বংসী মেজাজে ছিলেন। ৮ ছক্কা ও ৭ চারে ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুকস। শেষ দিকে ইমাদ ওয়াসিমের ১৫ বলে অপরাজিত ৪১ রানে ৪ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ পায় জ্যামাইকা। তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৮৯ রানে থেমে যায় গায়ানার ইনিংস।

বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে বোলিংয়ে ২২ রানে ১ উইকেট নেন সাকিব। ব্যাটিংয়ে ২ বলে ১ রান করে আউট হন। আজও ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন গায়ানার এই অলরাউন্ডার। ৩ ওভারে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে দেন ৬ রান। এরপর ১৫তম ওভারে তাঁর হাতে বল তুলে দেন গায়ানা অধিনায়ক শিমরন হেটমায়ার।

সে ওভারে মাত্র ৩ রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন সাকিব। কিন্তু ১৭তম ওভারে গিয়ে আর পারেননি। ব্রুকসের কাছে ৩ ছক্কাসহ হজম করেন ২১ রান। এরপর আর সাকিবকে বোলিংয়ে আনেননি হেটমায়ার।

আরও পড়ুন

ব্যাটিংয়ে চারে নেমেছিলেন সাকিব। ষষ্ঠ ওভারে শাই হোপ আউট হওয়ার পর নামেন সাকিব। মাঝে এক ওভার পরই আউট হন। ক্রিস গ্রিনের করা অফ স্টাম্পের বাইরে ফুললেংথ বল স্লগ চালাতে গিয়ে স্টাম্পে টেনে আনেন সাকিব।

সব মিলিয়ে এবারের সিপিএলে ৬ ম্যাচে ৯৪ রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট ১৪৪.৬১, ব্যাটিং গড় ১৫.৬৬। বোলিংয়ে নিয়েছেন ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।৬ বলে ৫ রান করে আউট হন। সব মিলিয়ে এবারের সিপিএলে ৬ ম্যাচে ৯৪ রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট ১৪৪.৬১, ব্যাটিং গড় ১৫.৬৬। বোলিংয়ে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।

১ অক্টোবর ফাইনালে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াশ।

আরও পড়ুন