আইপিএলে আজ ১০০০তম ম্যাচ উদ্যাপন করবে বিসিসিআই
আইপিএলের এবারের মৌসুম শুরুর আগে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আগামী ৬ মে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচটি হবে আইপিএলের ইতিহাসে ১০০০তম ম্যাচ।
কিন্তু তথ্যটি সংশোধন করে পরে জানানো হয়, আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস-রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচটি হবে আইপিএলের ইতিহাসে ১০০০তম ম্যাচ। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, মাইলফলকটি উদ্যাপনও করবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আগে হিসাব করা হয়েছিল আইপিএলে এ পর্যন্ত যে ৭টি ম্যাচে একটি বলও হতে পারেনি, সেই ৭টি ম্যাচের হিসাব বাদ দিয়ে। নতুন হিসাবে এই ৭টি ম্যাচ ধরে জানানো হয়, আজ মুম্বাই-রাজস্থান ম্যাচটি হবে আইপিএলের ইতিহাসে হাজারতম ম্যাচ।
পূর্বের হিসাব অনুযায়ী জানানো হয়েছিল, এবার আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ধনী এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৯৫১ ম্যাচ খেলা হয়েছে। সে হিসাবে আগামী ৬ মে চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যকার এবারের আইপিএলে ৪৯তম ম্যাচটি হতো ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসেই হাজারতম ম্যাচ।
পরে ভারতের সংবাদমাধ্যমেই জানানো হয়, আইপিএলে এ পর্যন্ত এমন ৭টি ম্যাচ আছে, যে ম্যাচগুলোয় একটি বলও মাঠে গড়ায়নি, ‘নো রেজাল্ট’ হয়েছে আর সেগুলো অফিশিয়াল ম্যাচ হিসাবে ধরা হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির পরিসংখ্যানে। আর তাতেই হিসাব পাল্টে দাঁড়ায়—এবার আইপিএলে নতুন মৌসুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে মোট ৯৫৮ ম্যাচ খেলা হয়েছে।
সে হিসাবে আজ নতুন মৌসুমের ৪২তম ম্যাচে মুখোমুখি হতে যাওয়া মুম্বাই-রাজস্থান ম্যাচটি হবে আইপিএলের ইতিহাসে হাজারতম ম্যাচ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ভিন্নভাবে হিসাব করা হয়—যেসব ম্যাচে একটি বলও খেলা হয় না, সেসব ম্যাচ রেকর্ড বইয়ে যোগ হয় না।
আইপিএলে আজ তাই মাইলফলকের ম্যাচটি উদ্যাপনের প্রস্তুতিও রেখেছে বিসিসিআই। এ নিয়ে কাল ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
সেই সূত্র জানিয়েছে, ‘উপলক্ষটি স্মরণীয় করে রাখতে বিসিসিআই ছোট্ট একটু আয়োজন করবে। স্বেচ্ছাসেবকেরা ভারতের পতাকার পাশাপাশি “ধন্যবাদ” সূচক পতাকা এবং আইপিএলে ১০০০তম ম্যাচের পতাকা ধরে রাখবেন। আয়োজনটির স্থায়িত্ব হবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট। দর্শকদের প্রতি রবি শাস্ত্রীর বক্তৃতা দিয়ে উদ্যাপন শুরু হবে। এরপর কিছু খেলোয়াড় আইপিএল নিয়ে ভিডিওতে কথা বলবেন। এরপর বিসিসিআইয়ের কর্মকর্তারা দুই দলের অধিনায়ককে স্মারক উপহার দেবেন।’