পান্ডিয়া যখন টপ গিয়ারে চলা ফর্মুলা ওয়ানের গাড়ি
ভারতীয় ক্রিকেট দলে একটা রীতি শুরু হয়েছে অনেক দিন আগেই—প্রতিটি ম্যাচ বা সিরিজে দলের সেরা ফিল্ডারকে ড্রেসিংরুমে ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেও সেটা হয়েছে ভারতের ড্রেসিংরুমে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে ফিল্ডিংয়ের কারণে ভারতের ড্রেসিংরুমে প্রশংসিত হয়েছেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও রিয়ান পরাগ। সিরিজে সেরা ফিল্ডারের পুরস্কারে ত্রিমুখী এ লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন ওয়াশিংটন সুন্দর।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ড্রেসিংরুমের সেই ছোট অনুষ্ঠানের ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে। সেখানে দলের ভালো ফিল্ডিং নিয়ে কথা বলেছেন ফিল্ডিং কোচ টি দিলীপ।
বিসিসিআইয়ের ভিডিওতে তাঁকে বলতে দেখা গেছে, ‘ইনটেন্ট যখন এনার্জির সঙ্গে মিলিত হয়, প্রত্যেকটি বলেই সুযোগ তৈরির সম্ভাবনা বেড়ে যায়। এই সিরিজে এদিক থেকে আমরা দুর্দান্ত ছিলাম।’
ওয়াশিংটন সুন্দর সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার জিতলেও ইনটেন্ট আর এনার্জির সম্মিলন ঘটিয়ে সুযোগ বাড়ানো নিয়ে পান্ডিয়ার জন্য টি দিলীপের কাছ থেকে বাড়তি প্রশংসা বরাদ্দ ছিল। দিল্লিতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে বাংলাদেশের রিশাদ হোসেনের ক্যাচটি নেওয়ার জন্য ভারতের ফিল্ডিং কোচ পান্ডিয়ার তুলনা করেছেন টপ গিয়ারে চলা ফর্মুলা ওয়ানের গাড়ির সঙ্গে!
বরুণ চক্রবর্তীর বলে রিশাদের ক্যাচটি নিতে প্রায় ২৭ মিটার দৌড়েছেন পান্ডিয়া। তা–ও আবার তুমুল গতিতে। এ কারণেই টি দিলীপ বলেছেন, ‘হার্দিক পান্ডিয়া, তাকে সেই সময় লাগছিল টপ গিয়ারে চলা ফর্মুলা ওয়ানের গাড়ির মতো।’
পুরস্কার জেতা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দিলীপ বলেছেন, ‘বাউন্ডারি লাইনে সে রান বাঁচানোর জন্য খুবই নির্ভুল ফিল্ডার। মাঠের দূরত্ব কমিয়ে ফেলার ক্ষেত্রে সে অসাধারণ।’ আর রিয়ান পরাগের ফিল্ডিং নিয়ে তাঁর বিশ্লেষণ, ‘কঠিন ক্যাচকে সে সহজ মনে করায়। মাঠে সে যে ১ শতাংশ মিস করে, সেটার জন্য তার যে আক্ষেপ, সেটা আমার ভালো লাগে।’