গ্যাবায় মুষলধারে বৃষ্টি, খেলা বন্ধের মধ্যেই লাঞ্চ বিরতি

গ্যাবায় মুষলধারে বৃষ্টি হচ্ছেএএফপি

গ্যাবায় অস্ট্রেলিয়া–ভারত বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। দিনের প্রথম সেশনেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে দুবার। যেটুকু খেলা হয়েছে, তাতে ১৩.২ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা বন্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে।

ব্রিসবেনে সকাল থেকে আকাশ ছিল মেঘলা। পিচ রিপোর্টে ম্যাথু হেইডেন ও সুনীল গাভাস্কার বলেছিলেন, প্রথম দুই ঘণ্টায় পেসাররা মুভমেন্ট পাবেন, ব্যাটিং কঠিন হবে। আবহাওয়া ও পিচের সুবিধা নিতেই টসে জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানান, তিনিও বোলিংই নিতেন।

অস্ট্রেলিয়া আগের টেস্টের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে। পেসার স্কট বোলান্ডের জায়গায় এসেছেন জশ হ্যাজলউড। তবে ভারত এনেছে দুটি পরিবর্তন। হর্ষিত রানার জায়গায় আকাশ দীপ আর রবিচন্দ্রন অশ্বিনের জায়গা রবীন্দ্র জাদেজা।

ব্যাটিংয়ে নেমে উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনির উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে নিরাপদেই পার করিয়েছে প্রথম সেশন। যদিও বৃষ্টির কারণে প্রথম সেশনের অর্ধেক সময়ই খেলা হয়নি।

হর্ষিতের জায়গায় ভারতের একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ
এএফপি

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি এতটাই মুষলধারে ঝরছে যে, সেখানে থাকা ইএসপিএনক্রিকইনফোর ডেপুটি এডিটর অ্যান্ড্রু ম্যাকগ্লাশান একবার বলেছেন, ‘আউটফিল্ড লেক হয়ে গেছে’। তবে ব্রিসবেনের পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো। বৃষ্টি থামলে শুকাতে সময় লাগবে না। কিন্তু বৃষ্টিটাই থামছে না। লাঞ্চ বিরতির সময়ের বর্ণনায় ম্যাকগ্লাশান বলেছেন ‘মাঠের বাইরের রাস্তা এখন নদী হয়ে গেছে।’

খেলা কখন শুরু করা যাবে আপাতত অজানা। খাজা ১৯ ও ম্যাকসুয়েনি ৪ রানে ব্যাট করছেন।