ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু
ভারত–পাকিস্তান ম্যাচ মানে বরাবরই ভিন্ন এক উত্তাপ। এ ম্যাচের ওপর দেশ দুটির তো বটেই, চোখ থাকে বাকি ক্রিকেট বিশ্বেরও। ম্যাচের আগে থেকে শুরু হয় ক্রিকেটীয় বিশ্লেষণ এবং কথার লড়াই।
এবারও ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ। মাঠে যেমন খেলোয়াড়েরা প্রস্তুত হচ্ছেন, তেমনি মাঠের বাইরে দুই দেশের কিংবদন্তিরা খুলে বসেছেন নিজেদের অভিজ্ঞতার ঝুলি। কীভাবে খেললে ফল নিজেদের পক্ষে আসতে পারে, শিখিয়ে দিচ্ছেন সেই মন্ত্রও। তবে এত সব আয়োজন শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে বেরসিক বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে ম্যাচের সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে।
গুগলের আবহাওয়া প্রতিবেদন বলছে, আজ ম্যাচ চলাকালে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় ৫৬ থেকে ৭৮ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া সারা দিন মেঘের আবরণে ঢাকা থাকতে পারে আকাশ। আজ ক্যান্ডির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আর ম্যাচের শুরুতে বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৯২ শতাংশ। এমনকি ম্যাচের এক ঘণ্টা আগে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, বেলা ৩টা ৩০ মিনিটে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। বৃষ্টি হলে আউটফিল্ডে পানি জমবে। শেষ পর্যন্ত খেলা হলেও বৃষ্টি দুই দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
তবে এ ক্ষেত্রে আশার বার্তা হতে পারে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ। সেদিনও বৃষ্টির জোর সম্ভাবনা ছিল এবং হয়েছেও। তবে কয়েক মিনিটের সেই বৃষ্টি ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি কাটা পড়েনি কোনো ওভারও। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা থাকবে সেদিনের মতো আজও বৃষ্টির সম্ভাবনা সত্যি না হোক।
এটি ওয়ানডে ইতিহাসে ভারত–পাকিস্তানের ১৩৩তম ম্যাচ। এর আগের ১৩২ ম্যাচে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৫টি। আর এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। এখানে অবশ্য ভারতই এগিয়ে। ভারত জিতেছে ৭ ম্যাচে, পাকিস্তানের জয় ৫ ম্যাচে। যে একটি ম্যাচে ফল হয়নি, সেটা হয়েছিল শ্রীলঙ্কাতেই। না হওয়া ফলের তালিকায় আজকের ম্যাচটিও জায়গা করে নেয় কি না, সেটাই দেখার অপেক্ষা। যদি ভারত-পাকিস্তান উত্তাপে বৃষ্টি জল ঢেলে দেয়, তাহলে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হওয়ারই কথা।