নিজেদের সুবিধার জন্যই শামসিকে দক্ষিণ আফ্রিকা দলে চাইছেন উথাপ্পা

স্পিনার তাব্রেইজ শামসিএএফপি

সর্বশেষ দুই ম্যাচে উইকেট নিয়েছেন ৬টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নেওয়ার পর সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

তবে ফাইনালে ভারতের বিপক্ষে এই তাব্রেইজ শামসিকেই দলে দেখতে চান না ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে ভারতের সাবেক ব্যাটসম্যান রবিন উথাপ্পা শামসিকে দলে চান। তবে সেটা ভারতীয় ব্যাটসম্যানদের সুবিধার জন্য।

এই দুই ভারতীয় ক্রিকেটারই মনে করছেন, শামসি ভারতের বিপক্ষে অনেক রান খরচ করবেন। রোহিত শর্মা–সূর্যকুমাররা শামসির বিপক্ষে ঝোড়োগতিতে রান তুলতে পারবেন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছিলেন এভাবে, ‘শামসি এমন একজন বোলার, যে সুইপে রান খরচ করবে। ভারতের ব্যাটসম্যানরা নিয়মিত সুইপ করছে। আমি বিশ্বাস করি দক্ষিণ আফ্রিকার শামসির আগে এই ম্যাচে বার্টম্যানের কথা বিবেচনা করা উচিত।’

আরও পড়ুন

শামসি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অশ্বিন ইউটিউব চ্যানেলে উথাপ্পা বলেছেন,‘বার্বাডোজের মতো উইকেটে তাব্রেইজ শামসি যদি খেলে, তাহলে আমি খুব খুশি হব। বার্টম্যান খেললে, আমার মনে হয় আমাদের কিছুটা সতর্ক হতে হবে। এই দুজনের মধ্যে আমি শামসিকেই নিতে চাইব। আমি জানি সে রান খরচ করবে। শামসি উইকেট পেলেও আমার কিছু আসে যায় না। সে যদি ৪০-৪৫-৫০ রান খরচ করে, তাহলে কাজ হয়ে যাবে। কারণ, ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপ যেভাবে ব্যাটিং করেছে, সে উইকেট পেলেও তেমন কিছু একটা হবে না।’

দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যান
এএফপি

প্রথমবার বিশ্বকাপে আসা বার্টম্যান এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। উইকেট নিয়েছেন ৬টি। ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কাকে খেলায়, সেটা দেখা যাবে একটু পরই। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল।

আরও পড়ুন