পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না গাভাস্কার, হেইডেন, লারা
অস্ট্রেলিয়ায় ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। কিন্তু ফাইনালে জস বাটলাররা যে দলকে হারিয়েছিলেন, সেই পাকিস্তানকেই এবারের আসরে সেমিফাইনালে দেখছেন না সুনীল গাভাস্কার! শুধু ভারতীয় এই কিংবদন্তিই নন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন ও ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাদের চোখেও বাবর আজমদের শেষ চারে ওঠার মতো দল মনে হচ্ছে না।
মজার বিষয় হচ্ছে, পাকিস্তানকে অন্যতম ফেবারিটের তালিকা থেকে বাদ দিলেও আফগানিস্তানকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট ঘোষণা দিয়েছেন লারা। আর দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ক্রিস মরিসের ধারণা, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেমিফাইনালের আগেই বিদায় নেবে।
বিশ্বকাপের সম্ভাব্য সেরা চার নিয়ে সাবেক ক্রিকেটার–কোচ–ধারাভাষ্যকারদের ভবিষ্যদ্বাণীতে উঠে এসেছে এ সব চমকপ্রদ সমীকরণ।
২ জুন শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণীটির আয়োজক স্টার স্পোর্টস। ভারতের সম্প্রচার প্রতিষ্ঠানটি মোট ১০ জন সাবেক ক্রিকেটারকে সেরা চার দল বেছে নিতে বলেছিল। দশজনের সবাই ভারতকে সেমিফাইনালিস্টের তালিকায় রেখেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জনের চোখে সেরা চারে ইংল্যান্ডের নাম। এ ছাড়া সেমিফাইনালে খেলার মতো দল হিসেবে উঠে এসেছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের নাম।
কখনো আইসিসি টুর্নামেন্টের শেষ চারে না খেলা আফগানিস্তানকে এবার সেমিফাইনালে রেখেছেন শুধুই লারা। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটসম্যান আফগানদের পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং উইন্ডিজকে শেষ চারে দেখছেন। রশিদ খানদের দলকে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি সম্ভাবনাময়ী কেন মনে হচ্ছে, সেটি অবশ্য স্টার স্পোর্টসের ভিডিওতে বলা নেই।
পাকিস্তানকে শেষ চারের বাইরে রেখেছেন লারা, হেইডেন, গাভাস্কার, অ্যারন ফিঞ্চ, টম মুডি, পল কলিংউডরাও। অস্ট্রেলিয়ার সাবেক কোচ মুডি তাঁর সেরা চার বাছাই করতে গিয়ে সবার আগে বেছে নিয়েছেন নিজের দেশকে, ‘আমার প্রথম পছন্দ অস্ট্রেলিয়া, কারণ আইসিসি টুর্নামেন্টে তারা অদ্বিতীয়। দ্বিতীয় দল হিসেবে নেব ভারতকে। ভালো দল, গভীরতা আছে। স্পিন বিভাগ ও বৈচিত্র্যময় ব্যাটসম্যানের কারণে শক্তিশালী। এ ছাড়া যশপ্রীত বুমরা নামের একজনও আছে দলটিতে।’
মুডি তাঁর অন্য দুই সেমিফাইনালিস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন মিডল অর্ডার ব্যাটিংয়ের জন্য, ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন বলে। ইংল্যান্ডের ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কলিংউডের তালিকায় অবশ্য প্রোটিয়ারা নেই, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে আছে এবারের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
সর্বশেষ আসরে প্রথম পর্ব থেকে বাদ পড়া ক্যারিবীয়রা চেনা কন্ডিশনের কারণে এগিয়ে আছে গাভাস্কার, ফিঞ্চ আর লারার তালিকায়ও। ২০ দল নিয়ে হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রতি গ্রুপে খেলবে ৫টি করে দল। দুটি করে দল উত্তীর্ণ হবে সুপার এইট পর্বে। সেখানে চার দলের গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২ জুন যুক্তরাষ্ট্র–কানাডা ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ২৯ জুন বার্বাডোজে ফাইনাল দিয়ে।
কার চোখে সেমিফাইনালে কোন দল
ব্রায়ান লারা: ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান
সুনীল গাভাস্কার: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
ম্যাথু হেইডেন: অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
পল কলিংউড: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত
ক্রিস মরিস: ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া
টম মুডি: অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড
আম্বাতি রাইডু: ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
অ্যারন ফিঞ্চ: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
মোহাম্মদ কাইফ: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
এস শ্রীশান্ত: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ইংল্যান্ড