উপভোগ্য ধর্মশালায় বাংলাদেশের ভালো শুরুর আশা

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় গতকাল প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল।

ধর্মশালায় বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসানছবি: এএফপি

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়েছেন, অথচ চারপাশের তুষারে ভরা উঁচু উঁচু পাহাড় পেছনে রেখে ছবি তোলেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। চন্ডিকা হাথুরুসিংহেও ব্যতিক্রম নন। কাল হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দাঁড়িয়ে অনিন্দ্যসুন্দর দৃশ্য পেছনে রেখে ছবি তুলে তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে বাংলাদেশ কোচ লিখেছেন, ‘দুই দিন পর এই সুন্দর ভেন্যুতে আমাদের বিশ্বকাপ–যাত্রা শুরু হবে।’

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে গতকালই প্রথমবারের মতো ধর্মশালায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন করেছে আফগানিস্তানও। আগের দিনও বাংলাদেশ দল মাঠে গিয়েছে। কিন্তু অনুশীলন করেনি। শুধু জিম করেই ফিরে গেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেই হোটেলে জিম করার পর্যাপ্ত সুযোগ–সুবিধা না থাকাতেই মাঠে গিয়েছিলেন ক্রিকেটাররা।

আহমেদাবাদ থেকে গিয়ে কাল সকালে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে ‘ক্যাপ্টেনস ডে’তে অংশ নিতে আহমেদাবাদে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

কাল সকালে ভাড়া করা বিমানে পৌঁছেছেন ধর্মশালায়, পরে যোগ দিয়েছেন অনুশীলনেও। গুয়াহাটির প্রচণ্ড গরমে দুটি প্রস্তুতি ম্যাচের পর ধর্মশালার শীতের আমেজে গতকাল অনুশীলন সেশনটা ক্রিকেটাররা বেশ উপভোগ করেছেন বলেই মনে হলো মুঠোফোনে এক ক্রিকেটারের কথা শুনে, ‘এখানে গুয়াহাটির মতো গরম নেই। আমাদের শীতের শেষে যেমন আবহাওয়া থাকে, ঠিক তেমন। দুপুরের রোদে একটু গরম লাগে। বাকি সময় দারুণ আবহাওয়া।’

আফগানিস্তানের মুখেমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মোস্তাফিজ ও হাসান মাহমুদ
ছবি: এএফপি

বাংলাদেশ দলের অনেকের জন্যই অবশ্য ধর্মশালা নতুন জায়গা নয়। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ভেন্যু ছিল ধর্মশালা। সেবার বাংলাদেশ এই মাঠে তিনটি ম্যাচ খেলেছে। তামিম ইকবালের ব্যাট থেকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিটি এসেছিল এই মাঠেই। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ২০১৬ সালের সেই স্মৃতি নিশ্চয়ই মনে আছে। কাল এক ক্রিকেটার সেটি মনে করিয়ে বলছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটা মনে হয় মার্চে হয়েছিল। অনেক ঠান্ডা ছিল। এখন এতটা ঠান্ডা নয়। খুব ভালো আবহাওয়া। গতবার আমরা এক সপ্তাহের মতো ছিলাম। এবারও প্রায় সে রকমই। আশা করি, সময়টা ভালো কাটবে।’

পর্যটকদের পছন্দের ধর্মশালা অবশ্য এখন পর্যন্ত ঘুরে দেখা হয়নি ক্রিকেটারদের। হোটেল আর মাঠেই সময় কাটছে সবার। বাংলাদেশ দল যে হোটেলে উঠেছে, সেই র‌্যাডিসন ব্লু রিসোর্ট শহর থেকে অনেকটাই দূরে। সেখান থেকে শহরে এসে স্থানীয় জনজীবন দেখার কৌতূহল আছে কারও কারও। তাঁদেরই একজন কাল বলছিলেন, ‘হোটেল অনেক দূরে। হেঁটে কোথাও যাওয়ার উপায় নেই। গাড়ি নিয়ে বের হওয়ার ইচ্ছা আছে, দেখা যাক।’

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচের আগে আজ আরও একটি অনুশীলন সেশন পাচ্ছে বাংলাদেশ দল। ম্যাচ যেহেতু বেলা ১১টায়, সাকিবরা তাই সকালের সেশনেই অনুশীলন করবেন। তবে অনুশীলনের চেয়ে ম্যাচ প্রস্তুতির অনেকটাই হলো মানসিক।

বাংলাদেশ দলের অনুশীলনে মাহমুদউল্লাহ
ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে গত জুলাই মাসেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিবরা। লাহোরে এশিয়া কাপেও দুই দলের দেখা হয়েছে। আফগানদের শক্তি, দুর্বলতা, তাদের বিপক্ষে কী করণীয়—বাংলাদেশ দলের অজানা নয় কিছুই। এবার বিশ্বকাপের মঞ্চে তা কাজে লাগানোর পালা।

আরও পড়ুন