সবচেয়ে বড় ভূমিকা সাকিবকেই রাখতে হবে
বিশ্বকাপে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, সেখান থেকে একটা সহজ ও স্বস্তিদায়ক জয় খুব গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে দলের আস্থা ও ভাবমূর্তির জায়গাটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা দাপুটে পারফরম্যান্স সেটা কিছুটা হলেও পুনরুদ্ধার করবে। টানা ৪ হারে বাংলাদেশ দল যে ছন্দ হারিয়েছে, সেটাও ফিরে পাবে, যা পরের ম্যাচগুলোর জন্য দলকে আত্মবিশ্বাসী করে তুলবে।
তবে ব্যাপারটা খুব সহজ হবে না। কারণ, নেদারল্যান্ডস কাগজে-কলমে পিছিয়ে থাকলেও বিশ্বকাপে এখন তারা যে মানসিকতায় আছে, বাংলাদেশ ঠিক সে জায়গায় নেই। ওরা একটা বড় ম্যাচ জিতেছে। যদি আরও একটা ম্যাচ জিততে পারে, তাহলে তাদের ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এটি।
এই অনুপ্রেরণা ডাচদের মানসিকভাবে এগিয়ে রাখবে। আর এ কাজ করার জন্য ওদের দলজুড়ে অলরাউন্ডারদের উপস্থিতি তো আছেই। অন্যদিকে বাংলাদেশ ব্যক্তিগত কিংবা দলগত কোনোভাবেই ভালো খেলছে না। বাংলাদেশ যদি দাপট দেখিয়ে জিততে চায়, তাদের খেলাটা অনেক উঁচুতে নিতে হবে।
বাংলাদেশের জন্য শুরুটা ভালো করা খুব দরকার, সেটা বোলিংয়ে হোক কিংবা ব্যাটিংয়ে। তাহলে হয়তো গত চারটি ম্যাচ ঘিরে যে দ্বিধা, দ্বন্দ্ব, শঙ্কা, দোটানার উৎপত্তি হয়েছে, তা দূর হবে।
ব্যাটিংয়ে ভালো শুরুর কথা যেহেতু এল, টপ অর্ডার থেকে রান আসার কোনো বিকল্প নেই। লেট মিডল অর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজরা ভালো করছে। কিন্তু ওপরে ধারাবাহিকতা নেই। এই দুইয়ের মাঝখানে আছে সাকিব। সে যদি চারে খেলে, তাহলে তাকে ইনিংসটাকে ধরে রাখতে হবে, বড় ইনিংস খেলতেই হবে। নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই, তবু যতটুকু দেখলাম, আশা করছি, আজ অন্য রকম এক সাকিবকে দেখতে পাব।
তাসকিনের খেলাটা খুব জরুরি। গত তিন বছর যে তাসকিনকে দেখছি, সেই তাসকিন যদি জ্বলে ওঠে, তাহলে সে প্রথম ১০ ওভারে খুব ভালো ভূমিকা রাখবে। দলের জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। সে যদি থাকে, তাহলে বোলিং পরিকল্পনা সাজানোটা অনেক সহজ হয়ে যায়।
তাসকিন না থাকলে অন্য পেসারদেরও একটু এলোমেলো মনে হচ্ছে। যেহেতু স্পিনাররা ভালো করছে, পেসাররাও যদি ওদের সঙ্গে যুক্ত হয়, তাতে দলের বোলিং শক্তি সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। খেলা যেহেতু কলকাতায়, ভালো ব্যাটিং উইকেটই প্রত্যাশিত। আশা করি বাংলাদেশ খেলেও স্বাচ্ছন্দ্য বোধ করবে।
শেষ করব অধিনায়ক সাকিবকে দিয়ে। পিছিয়ে পড়া অধিনায়ক হিসেবে বিশ্বকাপের চাপ তো থাকবেই। তবে সেটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা সাকিবকেই রাখতে হবে। আশা করি দলকে সঙ্গে নিয়ে সে নিজেও জ্বলে উঠে আজ বাংলাদেশের জন্য বয়ে আনবে কাঙ্ক্ষিত জয়।
✍️ নাজমূল আবেদীন, ক্রিকেট বিশ্লেষক ও কোচ