ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্কে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি।
আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথমবারের মতো যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি ২০টি দলও অংশ নেবে এই আসরেই। যুক্তরাষ্ট্রের মাটিতে আগে থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হলেও বড় মাপের টুর্নামেন্ট এটিই প্রথম।
বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু চূড়ান্ত করতে গত জুনে যুক্তরাষ্ট্র সফর করে আইসিসির প্রতিনিধিদল। বেশ কয়েকটি ভেন্যু পরিদর্শন করে তিনটিকে চূড়ান্ত করা হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ভেন্যুর নাম ঘোষণা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া বাজারে আমাদের ছাপ রাখার সুযোগ করে দিয়েছে।’
ভেন্যু তিনটিতে টুর্নামেন্ট–অনুকূল সুবিধা বাড়াতে ‘মডিউলার স্টেডিয়াম সলিউশনস’ প্রয়োগ করা হবে। মডিউলার স্টেডিয়াম বলা হয় মাটির ওপর ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ব্যয়–কার্যকর অবকাঠামো, যা দ্রুত নির্মাণ করা যায়। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে ৩৪ হাজার আসনের মডিউলার স্টেডিয়াম তৈরিতে এরই মধ্যে চুক্তিতে পৌঁছেছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজের খবরে বলা হয়, নিউইয়র্কের এই মাঠেই ভারত–পাকিস্তান ম্যাচ রাখা হবে।
এ ছাড়া ডালাস ও ফ্লোরিডায় মডিউলার সলিউশনসের মাধ্যমে আসনসংখ্যা, মিডিয়া ও হসপিটালিটি এলাকা দ্বিগুণ করার কথা রয়েছে।
স্টেডিয়ামের অবকাঠামো তৈরির কাজ ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে শুরু করে মে মাসে শেষ হবে। আইসিসি এখনো বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি। তবে আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত টুর্নামেন্টের ব্যাপ্তি হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো হচ্ছে দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র; সর্বশেষ আসরের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা; র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান; ইউরোপীয় বাছাইয়ের সেরা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এবং পূর্ব এশিয়া–প্রশান্ত অঞ্চলের বাছাইয়ের বিজয়ী পাপুয়া নিউগিনি।
বাকি পাঁচ দলের দুটি করে আসবে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে, অন্যটি আমেরিকা থেকে।