২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সেঞ্চুরি ছাড়াই ৩৫১, তবু রেকর্ডে ১০ নম্বরে ভারত

ভারতের দুই ওপেনারই কাল ফিফটি পেয়েছেনএএফপি

দুই মাস পরই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে নেই দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়ানডে দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছে ভারত। কাল ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ‘পরীক্ষামূলক’ দল নিয়ে খেলেও ২০০ রানে জিতেছে ভারত। ঘরের মাঠে ওয়ানডেতে রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে সবচেয়ে বড় হার উপহার দেওয়া ভারতীয়রা নিজেরাও করেছে একটি রেকর্ড। রেকর্ডটি কোনো সেঞ্চুরি ছাড়া নিজেদের দলীয় সর্বোচ্চ রানের।

তারুবায় ৫ উইকেটে ৩৫১ রান করেছে ভারত। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান এসেছে ওপেনার শুবমান গিলের ব্যাট থেকে। এর আগে কোনো সেঞ্চুরি ছাড়া ভারতের সর্বোচ্চ ছিল ৩৫০ রান। ২০০৫ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৬ উইকেটে তোলা ৩৫০ রানের ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। এ ছাড়া ইরফান পাঠান ৮৩ ও রাহুল দ্রাবিড় করেছিলেন ৮৫ রান।

আরও পড়ুন

ওয়ানডেতে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ দলীয় ইনিংসে ভারতের ৩৫১ আছে ১০ নম্বরে। তালিকায় শীর্ষ দুটি নামই দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে সেঞ্চুরিয়নে কোনো সেঞ্চুরি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৮ রান করে অপরাজিত ছিলেন জ্যাক ক্যালিস। এ ছাড়া ফিফটি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স (৬৭), গ্রায়েম স্মিথ (৭২) ও মার্ক বাউচার (৭৮)। এরপর পাকিস্তানকে ২২৮ রানে অলআউট করে ১৬৪ রানে জেতে প্রোটিয়ারা।

সেঞ্চুরি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটিতে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১৭ সালে ইস্ট লন্ডনে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৩৬৯ রানের ইনিংসে সর্বোচ্চ ৯১ রান করেন ফাফ ডু প্লেসি। রান তাড়ায় ১৬৯ রানে অলআউট হয়ে বাংলাদেশ হারে ঠিক ২০০ রানে।

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৯১ রান করেছিলেন ফাফ ডু প্লেসি
এএফপি

ওয়ানডেতে কোনো ফিফটি ছাড়া দলীয় সর্বোচ্চ ইংল্যান্ডের। ২০০৬ সালে ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৫ রান করেছিল ইংল্যান্ড।

টেস্টে সেঞ্চুরি ছাড়া দলীয় সর্বোচ্চ ভারতের। ১৯৭৬ সালে কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫২৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ওই ইনিংসে ভারতের ১১ ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁয়েছিলেন। ফিফটি করেছিলেন তাঁদের ছয়জন। সর্বোচ্চ ৭০ করেছিলেন মহিন্দর অমরনাথ।

আরও পড়ুন