পান্ডিয়া জানতেন, মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে ফেরাবে
গুজরাট টাইটানস থেকে মুম্বাই ইন্ডিয়ানসে ফিরে ইতিহাসের অংশ হয়ে গেছেন হার্দিক পান্ডিয়া। ফুটবলের ট্রান্সফার উইন্ডোর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ট্রেডিং উইন্ডোতে অর্থের বিনিময়ে দলবদল করা প্রথম খেলোয়াড় তিনি।
২০২২ সালের নিলামে পান্ডিয়াকে কিনতে ১৫ কোটি রুপি খরচ করেছিল গুজরাট। এই অর্থের বিনিময়েই তাঁকে ফিরিয়েছে মুম্বাই। এর বাইরেও ট্রান্সফার ফি থাকছে, যার ৫০ শতাংশ পাওয়ার কথা পান্ডিয়ার।
গুজরাট টাইটানসকে অভিষেক মৌসুমেই শিরোপা এনে দেওয়া পান্ডিয়া এর আগে ২০১৫ থেকে ২০২১ মৌসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছেন। ৩০ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডারের আইপিএলের যাত্রা শুরু হয়েছিল মুম্বাইকে দিয়েই।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিটির হয়ে চারটি শিরোপা জিতেছেন তিনি। দুই বছর পর ফিরে আবারও চমৎকার কিছু করে দেখানোর প্রত্যাশার কথা জানিয়েছেন। সঙ্গে এ–ও জানিয়েছেন, মুম্বাই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তিনি নাকি জানতেন, মুম্বাই আবারও তাঁকে ফেরাবে।
গত রাতে মুম্বাই ইন্ডিয়ানসের টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় পান্ডিয়া বলেছেন, ‘আমি ফিরে এসেছি। রোহিত, বুমরা, সূর্য, ঈশান, পলি (পোলার্ড), মালিঙ্গা আবার শুরু করা যাক। অনেকগুলো কারণে মুম্বাইয়ে ফিরে আসার অনুভূতি আমার কাছে বিশেষ। ২০১৩ সালে প্রথমবার আমি মুম্বাই ইন্ডিয়ানসের নজরে পড়েছিলাম। ২০১৫ সালে তাদের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম। পেছনে ফিরে তাকালে ওই ১০ বছর আমার কাছে বিশেষ মনে হয়। অনুভূতিগুলো এখনো ফুরিয়ে যায়নি। আমি সেখানেই ফিরলাম, যেখান থেকে আমার পুরো ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। মুম্বাইয়ের হয়ে আমি সম্ভাব্য সবকিছু অর্জন করেছি। এই দল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।’
মুম্বাই ইন্ডিয়ানসের মালিকপক্ষ ও ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও বলেছেন পান্ডিয়া, ‘আকাশ (মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে) ও তাঁর পরিবারের সঙ্গে আমার বন্ধনটা বিশেষ কিছু। পরিস্থিতি যেমনই হোক, তাঁরা আমার পাশে থেকেছেন। এটা অনেক বেশি আবেগপূর্ণ। কারণ, মনে হচ্ছে আমি আমার বাড়িতে ফিরে আসছি। আপনারা শুরু থেকেই আমাকে সমর্থন দিয়ে এসেছেন। সব স্মৃতি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। জানতাম, আপনারা আবার আমাকে ফেরাবেন। আমরা একটি দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছি। আবারও কিছু চমৎকার মুহূর্ত উপহার দেওয়ার অপেক্ষায় আছি। আমাকে স্বাগত জানানোয় ধন্যবাদ।’
২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সাত মৌসুমে মুম্বাইয়ের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ২৭.৩৩ গড়ে, ১৫৩ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৪৭৬ রান। বল হাতে নিয়েছেন ৪২ উইকেট।