পাকিস্তানে হঠাৎ অসুস্থ স্টোকস-অ্যান্ডারসনরা, প্রথম টেস্ট শুরু নিয়ে শঙ্কা

পাকিস্তানে অসুস্থ হয়েছে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসসহ কয়েকজনফাইল ছবি: রয়টার্স

ইংল্যান্ড দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই টেস্ট আগামীকাল শুরু হওয়ার কথা। জানা গেছে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, জেমস অ্যান্ডারসনসহ বেশ কয়েকজন ‘ভাইরাস সংক্রমণ’–এ ভুগছেন। পিসিবি ও ইসিবি টেস্টের শুরু পিছিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করছে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘কয়েকজন ইংল্যান্ড খেলোয়াড় ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার পর পিসিবি ও ইসিবি প্রথম টেস্ট শুরুর ব্যাপারে আলোচনা করছে। পিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে, ইসিবির সঙ্গে যোগাযোগও রাখছে। যথাসময়ে পরবর্তী আপডেট জানানো হবে।’

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড দলের প্রায় ১৩-১৪ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। ফুড পয়জনিং নয়, বরং কোনো ভাইরাসের সংক্রমণ বলেই ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ নয়, সেটি নিশ্চিত করেছেন ইসিবির এক মুখপাত্র। আক্রান্ত ব্যক্তিদের বমি ও ডায়রিয়া হচ্ছে।

এ সংক্রমণের প্রথম লক্ষণ দেখা যায় গতকাল মঙ্গলবার। আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের সঙ্গে আছেন অ্যান্ডারসনও। এমনিতে ‘ক্রোনস ডিজিজ’ নামে পেটের জটিল অসুখে ভোগা জ্যাক লিচেরও লক্ষণ আছে, তবে আপাতত তিনি ভালো আছেন বলে জানা গেছে। জো রুটের এমন লক্ষণ থাকলেও আজ অনুশীলন করেছেন। ভাইরাসের সংক্রণ আটকাতে আক্রান্তদের নিজ রুমে থাকতে বলা হয়েছে।

পাকিস্তান সফরে ইংল্যান্ডের সঙ্গে আছে নিজস্ব বাবুর্চি। তবে এ সংক্রমণ খাবার থেকে ছড়ায়নি বলে ধারণা রুটের, ‘আমাদের এমন পরিস্থিতিতে থাকাটা দুর্ভাগ্যজনক। তবে আমাদের মনে হয় না এটি খাবারসংক্রান্ত। মনে হয় না এ দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে। আমাদের বাবুর্চিও অসুস্থ।’

সংবাদ সম্মেলনে জো রুট
এএফপি

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, পাঁচ দিনের মধ্যেই টেস্ট শেষ করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে টেস্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসিবির একজন মুখপাত্র। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা, ইসিবির ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কিরা আলোচনা করছেন। ইসিবির চিকিৎসকের মত আসার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আরও পড়ুন

সিরিজের প্রথম টেস্টের জন্য আগেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। অভিষেক হওয়ার কথা লিয়াম লিভিংস্টোনের। দলে ফেরার কথা ওপেনার বেন ডাকেটের। তবে শেষ পর্যন্ত আগামীকাল টেস্ট শুরু হলে দল নিতে পারে ভিন্ন চেহারা। রুট মজা করে বলেছেন, ‘মার্কাস ট্রেসকোথিক, রব কি, ব্রেন্ডন ম্যাককালাম আছে। তারা কাল প্রথম তিন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে।’

এরপর রুট বলেছেন, ‘আমি যত দূর জানি, কয়েকজন ঠিক শতভাগ ভালো বোধ করছে না। গতকাল আমি ভালো বোধ করছিলাম না, তবে আজ ঘুম থেকে ওঠার পর পরিস্থিতি ভালো মনে হচ্ছে। আশা করি, ২৪ ঘণ্টার মধ্যে কেটে যাবে। তবে এটিকে ফুড পয়জনিং বা কোভিডের মতো কিছু মনে হচ্ছে না।’

ইসলামাবাদে সেরেনা হোটেলে আছে ইংল্যান্ড, যেখানে আছে পাকিস্তানও। দ্বিতীয় তলার একটি অংশে থাকছেন স্টোকসরা। প্রায় ১৭ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গেছে ইংল্যান্ড। সিরিজে হওয়ার কথা ৩টি ম্যাচ।