ভালো সিরিজ কেটেছে, কিন্তু...

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনপ্রথম আলো

পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ দল। আজ শেষ ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটের হারে ৪-১–এ শেষ হলো সিরিজ। সিরিজের স্কোরলাইন বলছে, দাপট দেখিয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ দল। কিন্তু মাঠের পারফরম্যান্সের ছবিটা ছিল অন্য রকম।

সিরিজজুড়ে বাংলাদেশ দলের টপ অর্ডার ছিল অধারাবাহিক। যেদিন টপ অর্ডার থেকে রান এসেছে, সেদিন ধস নেমেছে মিডল অর্ডারে। সিরিজের শেষ ম্যাচে ব্যর্থ হয়েছে বোলিংও। অথচ জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকা জিম্বাবুয়ে দলের বিপক্ষে দাপুটে জয়ই ছিল প্রত্যাশিত।

আরও পড়ুন

সেটি না হলেও পুরো সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সে অধিনায়ক নাজমুল হোসেনকে সন্তুষ্ট মনে হলো। আজ সিরিজের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে নাজমুল সিরিজে নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করলেন এভাবে, ‘খুব ভালো একটা সিরিজ কেটেছে। সিরিজ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আমরা এই সিরিজে যা যা দেখতে চেয়েছি, সেটার প্রায় সবই দেখতে পেরেছি। কিছু ক্লোজ ম্যাচ জিতেছি। আজ মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পেয়েছে। রিশাদ পুরো সিরিজে ভালো বোলিং করেছে। যা যা চেয়েছি, প্রায় সব হয়েছে।’

আলাদা করে দলের স্পিনারদের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছেন নাজমুল, ‘স্পিনাররা খুব ভালো করেছে। রিশাদ, শেখ মেহেদী ভালো করেছে। মেহেদীকে বিশ্রাম দিয়ে আমরা তানভীরকে খেলিয়েছি। সে–ও ভালো করেছে।’

সিরিজ জয়ের ট্রফি নিচ্ছেন নাজমুল
শামসুল হক

মিডল অর্ডারে জাকের আলীর ব্যাটিং ছিল আশাজাগানিয়া, ‘জাকের আজকের ইনিংস, এর আগে আরও একটা ভালো ইনিংস ছিল।’ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিছু ম্যাচ জিততে পারাকে এই সিরিজের বড় ইতিবাচক দিক মনে করেন নাজমুল, ‘আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ জিতেছি। আমাদের সামনে যে টুর্নামেন্ট আছে, সেখানে এ ধরনের ম্যাচ আসতে পারে। সে ম্যাচগুলোয় এই অভিজ্ঞতা কাজে দেবে।’

নাজমুল অবশ্য এ কথাও বলেছেন, সিরিজজুড়ে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স অধিনায়কের প্রত্যাশামতো হয়নি। সে জন্য অবশ্য তিনি উইকেটকে দায়ী করেছেন, ‘এই সিরিজে উইকেট ভালো ছিল না। সাধারণত চট্টগ্রামে খুব ভালো উইকেট থাকে। এবার নতুন বল অনেক কঠিন ছিল সেই কন্ডিশনে। পাশাপাশি বৃষ্টির কারণে আমাদের দুটি ম্যাচে অন অ্যান্ড অফ ব্যাটিং করতে হয়েছে।’

আরও পড়ুন

তবে নাজমুল এটাও মানছেন, বিশ্বকাপের আগে টপ অর্ডার ব্যাটিংটা আরেকটু ঝালিয়ে নিতে পারলে ভালো হতো, ‘টপ অর্ডারে যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি, তাহলে ভালো হবে। ভালো শুরু দিতে পারলে ভালো হবে।’