কোহলি–রোহিতের চেয়ে অশ্বিনকে পিছিয়ে রাখছেন না তামিম

চেন্নাই টেস্টে বিরাট কোহলির সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনএএফপি

বাংলাদেশে এই ভারত দলের কোন তারকাদের নাম বেশি শোনা যায়? অবশ্যই বিরাট কোহলি ও রোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনের নাম সে তুলনায় বাংলাদেশে একটু কমই শোনা যায়। তামিম ইকবাল ঠিক এ কথাই বলেছেন জিও সিনেমাকে। বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে তামিমকে। গতকাল চেন্নাই টেস্টে ভারতের ২৮০ রানে জয়ের পর অশ্বিনকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার।

আরও পড়ুন

তামিম মনে করেন, ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান রোহিত–কোহলির মতোই গুরুত্বপূর্ণ। তাঁর এই দাবির পক্ষে চেন্নাই টেস্টে অশ্বিনের পারফরম্যান্সও সাক্ষী দিচ্ছে। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ন্যূনতম ৫ উইকেট। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে তাঁর সর্বশেষ পারফরম্যান্সটি টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে।

আমি আরেক দেশ থেকে এসেছি। সব সময় বিরাট কোহলি ও রোহিত শর্মাদের কথা শুনেছি। কিন্তু আমার চোখে রবিচন্দ্রন অশ্বিন সমান গুরুত্বপূর্ণ।
তামিম ইকবাল, জিও সিনেমাকে বলেছেন

ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটও এখন অশ্বিনের। আর যদি টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা দেখা হয়, অশ্বিন সেখানে দ্বিতীয়। ১৮ বছরের ক্যারিয়ারে ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে অনিল কুম্বলে। আর অশ্বিন ১৩ বছরেই ১০১ টেস্টে নিয়েছেন ৫২২ উইকেট। স্ট্রাইক রেট ও বোলিং গড়—দুটোতেই অশ্বিন (৫০.৫১/২৩.৭০) কুম্বলের (৬৫.৯৯/২৯.৬৫) চেয়ে ভালো অবস্থানে।

চেন্নাই টেস্ট জয়ের পর ভারতের অধিনায়ক রোহিতের সঙ্গে হাত মেলাচ্ছেন অশ্বিন
এএফপি

ভারতীয় ক্রিকেটে রোহিত–কোহলির অবস্থানও সবার জানা। রোহিত এরই মধ্যে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার। গত জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপও জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। কোহলিকে নিয়ে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারলে কিংবা কাছাকাছি যেতে পারলে কোহলিই পারবেন। আর ২০টি সেঞ্চুরি পেলে টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন ৩৫ বছর বয়সী কোহলি। বয়স হয়তো তাঁকে সে পর্যন্ত যেতে দেবে না। কিন্তু কোহলি এরই মধ্যেই ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ানডেতে ভেঙেছেন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও।

আরও পড়ুন

সে তুলনায় অশ্বিনের নাম কতটা শোনা যায়? ক্রিকেটীয় প্রজ্ঞায় তাঁর ধারেকাছেও অনেকেই নেই। এ জন্য নিয়মিতই প্রশংসা পেয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চ্যানেলে ক্রিকেটীয় অনেক ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দিয়ে আলাদাভাবে নজরও কেড়েছেন ৩৮ বছর বয়সী অশ্বিন। কিন্তু তারকা হিসেবে কোহলি–রোহিতকে ভারতীয়রা যতটা মাথায় করে রাখেন, অশ্বিনের ক্ষেত্রে ততটা হয় না। তামিম সরাসরি এমন কোনো কথা বলেননি। তবে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের গুরুত্বটা বুঝিয়েছেন এভাবে, ‘(চেন্নাই টেস্টে) সে যা করেছে, অসাধারণ। একজন পরিপূর্ণ ব্যাটসম্যানের মতোই ব্যাট করেছে। আমি আরেক দেশ থেকে এসেছি। সব সময় বিরাট কোহলি ও রোহিত শর্মাদের কথা শুনেছি। কিন্তু আমার চোখে রবিচন্দ্রন অশ্বিন সমান গুরুত্বপূর্ণ।’

তামিম এরপর বলেছেন, ‘তারা (অশ্বিনের মতো খেলোয়াড়েরা) যখন ভালো করে, সেঞ্চুরি পায়, ৫ উইকেট নেয়, তখন আমরা তাদের নিয়ে কথা বলি। কিন্তু ভারতীয় দলে তাদের বিশাল অবদান। রোহিত কিংবা বিরাটের অবদানের মতোই বড়।’

চেন্নাই টেস্টে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। অশ্বিন আটে নেমে ১৩৩ বলে ১১৩ রানের দারুণ ইনিংস খেলেন। তাতে ভারত চাপ কাটিয়ে শক্তিশালী ভিত পেয়ে যায়। বাংলাদেশের প্রথম ইনিংসে অশ্বিন উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে নেন ৬ উইকেট।

শুক্রবার কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরও পড়ুন