নিউজিল্যান্ডের ২ ওভারের আক্ষেপ
রান তাড়ায় ইনিংসের ১৮তম ওভার শেষে যখন বৃষ্টি নামল, নিউজিল্যান্ড ডিএলএস পদ্ধতিতে এগিয়ে ছিল ৫০ রানে। তবে ফল আসতে গেলে খেলা হতে হতো কমপক্ষে ২০ ওভার। বাকি ২ ওভার হতে পারল না আর। হ্যামিল্টনের পর ক্রাইস্টচার্চের ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে। অকল্যান্ডে প্রথম ম্যাচ জেতা স্বাগতিক নিউজিল্যান্ড সিরিজ জিতল ১-০ ব্যবধানেই। ভারতের এ সফরে ৬টি ম্যাচের মধ্যে ৩টিই পরিত্যক্ত হলো। একটি টি-টোয়েন্টি টাই হয়েছে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ডিএলএস পদ্ধতিতে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৪৭.৩ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায়। কোনো জুটিই বড় হয়নি তাদের, সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক শিখর ধাওয়ান ও শুবমান গিলের ওপেনিং জুটিতেই। তিনে নামা শ্রেয়াস আইয়ার করেছেন ৫৯ বলে ৪৯ রান, সাতে নেমে ওয়াশিংটন সুন্দর খেলেছেন ৬৪ বলে ৫১ রানের ইনিংস।
নবম ওভারে গিলকে ফিরিয়ে প্রথম আঘাত করেন অ্যাডাম মিলনে, ফ্লিক করতে গিয়ে আলগা ক্যাচ তোলেন গিল। মিলনের করা ১৩তম ওভারে স্টাম্পে বল ডেকে আনেন ধাওয়ান। আইয়ারকে সেভাবে মিডল অর্ডার থেকে সঙ্গ দিতে পারেননি ঋষভ পন্ত, সূর্যকুমার যাদবরা। দলীয় ১২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন আইয়ার, লকি ফার্গুসনের বলে ক্যাচ দেন তিনি।
ভারত ২০০ পেরোয় মূলত ওয়াশিংটনের ইনিংসেই। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন টিম সাউদির বলে ক্যাচ দিয়ে। সাউদি নিয়েছেন ২টি উইকেট। মিলনে ও ড্যারিল মিচেল নেন ৩টি করে, ফার্গুসন ও মিচেল স্যান্টনার নেন ১টি করে।
রানতাড়ায় দীপক চাহার ও অর্শদীপ সিংয়ের করা প্রথম ৩ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। চতুর্থ ওভারে অর্শদীপকে প্রথম চারটি মারেন অ্যালেন। এরপর আর থামেননি দুজন। ১১তম ওভার পর্যন্ত প্রতিটিতেই এসেছে বাউন্ডারি। মাঝে দীপক চাহারের ১ ওভারেই ৪টি চার মারেন কনওয়ে।
১৭তম ওভারে অ্যালেনকে ফিরিয়ে ৯৭ রানের ওপেনিং জুটি ভাঙেন উমরান মালিক। ৫৪ বলে ৫৭ রানের ইনিংসে অ্যালেন ৮টি চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। অর্শদীপের করা পরের ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। কনওয়ে অপরাজিত ছিলেন ৫১ বলে ৩৮ রান করে।
এ নিয়ে দেশের মাটিতে টানা পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অপরাজিত থাকল নিউজিল্যান্ড। ২০১৯ সালের জানুয়ারিতে তারা সর্বশেষ হেরেছিল ভারতের কাছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে কিউইদের। আর আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশে ওয়ানডে সিরিজ ভারতের।