বিশেষ কিছু করেই পাকিস্তানের বিপক্ষে রেকর্ড বদলাতে চান নাজমুল

ট্রফি হাতে দুই অধিনায়ক নাজমুল হোসেন (বাঁয়ে) ও শান মাসুদএএফপি

১৩ টেস্টে ১২ হার। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান। ব্যতিক্রম শুধু ২০১৫ সালের খুলনা টেস্ট। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। এমন রেকর্ড সঙ্গী করেই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। এবার কি মলিন এই রেকর্ডকে একটু বলার মতো বানাতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বিশ্বাস করেন, তাঁর দলের পক্ষে তেমনটা করা সম্ভব। আগামীকাল শুরু রাওয়ালপিন্ডি টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, এবার বিশেষ কিছুই করতে পারে দল, ‘আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’

সিরিজের প্রস্তুতি ভালো হয়েছে, এমন দাবি করেই আশাবাদী হয়েছেন নাজমুল। অধিনায়ক মনে করেন, ব্যাটসম্যানরা পাকিস্তানে ভালো করবেন, ‘এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। সবাই বিশ্বাস করি, বিশেষ করে এবার ব্যাটিং বিভাগ হিসেবে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে আমাদের।’

পাকিস্তানের মাটিতে রেকর্ডটা বদলাতে চান নাজমুল (বাঁয়ে)
এএফপি

নিজের ব্যাটিং নিয়ে কাজ করার কথাও আলাদা করে বলেছেন নাজমুল, ‘ব্যাটসম্যান হিসেবে সব সময় চিন্তা থাকে, কীভাবে স্কিলটা উন্নত করা যায়। তাই অনুশীলন যখনই করেছি, ঘাটতির জায়গাগুলো কতটা উন্নতি করা যায়, ওটা নিয়েই কাজ করেছি।’

আরও পড়ুন

রাওয়ালপিন্ডির পেসবান্ধব উইকেটে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। বাংলাদেশ অধিনায়কও উইকেট দেখে আশায় বুক বাঁধছেন। তাঁর আশা, এই কন্ডিশনে বাংলাদেশের পেসাররা ভালো করবেন, ‘গত কয়েক বছর ধরেই আমাদের পেস আক্রমণ খুব ভালো। আমাদের তিন-চারজন মানসম্পন্ন স্পিনারও আছে। আমাদের কোনো বিভাগেই কমতি নেই। আগামীকাল সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাব। তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায়। তাই তারা এই কন্ডিশনে ভালো করার জন্য রোমাঞ্চিত।’

আরও পড়ুন

পাকিস্তান ম্যাচ শুরুর ৪০ ঘণ্টা আগে একাদশ জানিয়ে দিলেও বাংলাদেশ দলে কারা থাকবেন, সেটি জানা যাবে আগামীকাল। নাজমুল জানালেন, ওপেনার মাহমুদুল হাসান ছাড়া দলের সবাই সুস্থই আছেন। মাহমুদুল দলে থাকবেন কি না, সেটি আগামীকাল ঠিক করার কথা বলেছেন অধিনায়ক। যদিও এর আগেই বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের এই ওপেনার।