তাসকিনদের বোলিংয়ের প্রশংসায় বাউচার

২৫ রানে ৪ উইকেট নেন ফাস্ট বোলার তাসকিন আহমেদছবি: শামসুল হক

আবারও বিশ্বকাপ, আবারও দক্ষিণ আফ্রিকা এবং আবারও বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত!
হোবার্টে সুপার টুয়েলভের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হয় এবং জিম্বাবুয়ে আগে ব্যাট করে ৫ উইকেটে ৭৯ রান তোলে। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নামার পর আবারও বৃষ্টি নামায় নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান।

নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে ফল আনতে দুই দলকে অন্তত ৫ ওভার ব্যাট করতে হবে। কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা ৩ ওভারে ৫১ তুলে ফেলায় জয়ের পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। বেরসিক বৃষ্টি আবারও হানা দেওয়ায় শেষ পর্যন্ত ম্যাচে ফল হয়নি, পয়েন্ট ভাগ করে নেয় দুই দল।

দক্ষিণ আফ্রিকা স্বাভাবিকভাবেই হতাশ। লক্ষ্য এখন তাঁদের পরের ম্যাচ—বৃহস্পতিবার সিডনিতে বাংলাদেশের মুখোমুখি হবে বাভুমার দল। আজ জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগের পর সংবাদ সম্মেলনে এ ম্যাচ নিয়ে কথা বলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার।

দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার
ছবি: এএফপি

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আজ পুরোপুরি দেখতে না পারলেও চোখ রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটকিপার।

তাসকিনদের বোলিংয়ের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে কিছুটা ধাক্কা খেলেও বোলিং বেশ ভালো হয়েছে।’

নেদারল্যান্ডসকে ১৩৫ রানে থামিয়ে ৯ রানের জয় তুলে নেওয়ার পথে ২৫ রানে ৪ উইকেট নেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সেরা বোলিং। ১৫ রানে ২ উইকেট নেন আরেক পেসার হাসান মাহমুদ। ১টি করে উইকেট সাকিব আল হাসান ও সৌম্য সরকারের।

আরও পড়ুন

সিডনিতে বৃষ্টির আশা করছেন না বাউচার। সুপার টুয়েলভে নিজেদের বাকি সব কটি ম্যাচই জিততে চান তিনি। তবে এই সংস্করণে শক্তিশালী দল ও তুলনামূলক কম শক্তিশালী দলের মধ্যে ব্যবধান কমে আসে এবং নির্দিষ্ট দিনে যে কেউ জিততে পারে বলেই মনে করেন বাউচার।

দক্ষিণ আফ্রিকার এই কোচ জানান, বাংলাদেশও ঠিক একই হিসাব কষছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে, যারা আমাদের ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে জয়ের ছকটা এখনই কষে রাখেননি বাউচার। আগে সিডনিতে যাবেন, তারপর বাংলাদেশকে হারানোর অঙ্ক কষার কথা জানালেন, ‘এখান থেকে সব গুছিয়ে নতুন ভেন্যুতে যাব। তারপর দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য কেমন পরিকল্পনা নেওয়া যায়।’