২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লিটন প্রসঙ্গে হাথুরুসিংহে: ‘যেকোনো ভালো ব্যাটসম্যানের জন্যই ভালো পুনের উইকেট’

শুধু লিটন দাস নন, ‘যেকোনো ভালো ব্যাটসম্যানের জন্যই’ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে ম্যাচে দলের কাছ থেকে ‘কমপ্লিট’ পারফরম্যান্স আশা করছেন তিনি।


আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ১৩ রান করে ইনসাইড-এজে বোল্ড হন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেললেও আউটের ধরনে হতাশই হওয়ার কথা তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে তুলে মারতে গিয়ে আউট হয়ে ফেরা লিটনের সে হতাশা বাড়ার কথা আরও।

আরও পড়ুন

শুধু লিটন নয়, বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং-ই বড় ভাবনার জায়গা। পুনের ব্যাটিং–সহায়ক উইকেট লিটনের মতো টাইমিংয়ে ভালো ব্যাটসম্যানের জন্য হতে পারে আদর্শ। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে প্রশ্ন করা হলেও আলাদা করে তাঁর কথা বলেননি হাথুরুসিংহে।

বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমার মনে হয় এটি যেকোনো ভালো ব্যাটসম্যানের জন্যই ভালো উইকেট। যেকোনো ব্যাটসম্যান বা ক্রিকেটারের জন্যই প্রথম ১০-২০টি বল চ্যালেঞ্জ। আমার মনে হয়, কেউ থিতু হওয়ার পর রান না করা বা উইকেট ছুড়ে আসাটা বোকামি হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ফিরছেন লিটন দাস
রয়টার্স

হাথুরুসিংহে এরপর মনে করিয়ে দিয়েছেন, ‘শুরু করাটাই মূল। তাদের ভালো বোলার আছে, আমাদেরও আছে। ফলে এ উইকেটে যে ভালো শুরু পাবে, তারাই প্রতিপক্ষকে আহত করবে।’


পুনের উইকেট এখন পর্যন্ত বিশ্বকাপে তাঁদের পাওয়া সবচেয়ে ভালো বলেও মনে করেন বাংলাদেশের প্রধান কোচ, ‘আমরা যেগুলো পেয়েছি, এটিই সবচেয়ে ভালো উইকেট হয়তো। এমনকি অনুশীলনের উইকেটগুলোও একই—বেশ ভালো। গতকাল আমরা বেশ ভালো নেট সেশন করেছি। আর যেমনটি বললেন, আমরা সেভাবে পূর্ণাঙ্গ ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারিনি। ব্যাট বা বল কোনোটিতেই পূর্ণাঙ্গ পারফরম্যান্স দেখাতে পারিনি।’

আরও পড়ুন

সেই পারফরম্যান্সটিই এ ম্যাচে আশা করছেন তিনি। তাঁর আশা ভালো একটি দিনের, ‘আমরা জানি, যখন দল হিসেবে খেলি, নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করি, আমরা বড় দলকে হারাই। অতীতে সেটি করেছি। ফলে প্রার্থনা করি, তেমন একটি দিন আসবে আমাদের।’

লিটন দাস
এএফপি


নিজের দলকে অগোছালো মনে না করলেও প্রত্যাশা অনুযায়ী যে পারফরম্যান্সটি হয়নি, প্রথম ৩ ম্যাচের দুটিতেই হারা বাংলাদেশ দলের কোচ মেনে নিচ্ছেন সেটি, ‘আমি নিশ্চিতভাবেই জানি খেলোয়াড়েরা ভালো করতে চায় গত কয়েক দিনের চেয়ে। আগেও যেমন বলেছি, পূর্ণাঙ্গ পারফরম্যান্স দেখা যায়নি। কোনো ম্যাচে পারফর্ম করেছি। আশা করি, এ ম্যাচে যেহেতু বেশ ভালো একটা ব্যাটিং পিচ পেয়েছি, ফলে তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ একটি ব্যাটিং পারফরম্যান্স পাব।’

আরও পড়ুন