জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভাঙল ম্যাক্সওয়েলের
শনিবার সন্ধ্যায় মেলবোর্নে থাকতে পারতেন দলের সঙ্গে। অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে এমনটাই হওয়ার ছিল। কিন্তু সুপার টুয়েলভ থেকে বাদ পড়া অস্ট্রেলিয়ানদের জন্য দিনটি ছিল ‘ছুটি’। শনিবার সন্ধ্যায় তাই এক বন্ধুর ৫০তম জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত আনন্দের সেই উপলক্ষ পরিণত হয় বিষাদে। অদ্ভুতুড়ে দুর্ঘটনায় পা ভেঙেছে তাঁর।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে ম্যাচ সিরিজে তো খেলতে পারবেনই না, আগামী তিন মাসের মধ্যে তাঁর মাঠে ফেরা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, জন্মদিন অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুর সঙ্গে দৌড়ানোর সময় বাড়ির উঠানে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল। তখন ম্যাক্সওয়েলের পা বন্ধুর পায়ে আটকে যায়। আহত ম্যাক্সওয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আজ সকালে অস্ত্রোপচার করানো হয়। তবে তাঁর বন্ধু অবশ্য সুস্থ আছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি ইংল্যান্ড সিরিজ থেকে ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া নিশ্চিত করে বলেন, ‘ও মানসিকভাবে ভালো আছে। এটা ছিল দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আমাদের সাদা বল ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য সে। ওর চিকিৎসা ও পুনর্বাসনে আমাদের পূর্ণ সহায়তা থাকবে।’ সুস্থ হতে কত দিন লাগবে, এখনই অবশ্য পরিষ্কার নয়। তবে তিন মাসের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
ম্যাক্সওয়েল যে ভালো আছেন, সেটি অবশ্য ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে। বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের অ্যাকাউন্টে প্রকাশ হওয়া সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতাল বেডে ভাঙা পা নিয়ে শুয়ে আছেন ম্যাক্সওয়েল। পায়ের কাছে চলা টিভিতে নারী বিগ ব্যাশের খেলা দেখছেন তিনি।
এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাবস্থায় গলফ খেলতে গিয়ে চোটে পড়েন অস্ট্রেলিয়ান উইকেটকিপার–ব্যাটসম্যান জস ইংলিশ।
ইংল্যান্ড সিরিজে ম্যাক্সওয়েলের বদলি করা হয়েছে শেন অ্যাবোটকে।