২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএলে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন ধোনি, এরপর কে

ধোনির পরে আইপিএলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছেন কোন ক্রিকেটার?ছবি: ইনস্টাগ্রাম

আইপিএলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছেন কে? আইপিএলের অল্পসল্প খবরও যাঁরা রাখেন, তাঁরা বলতে পারেন, এটা কোনো প্রশ্ন হলো! উত্তরে যে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম বলতে হবে, তা তো সবার জানারই কথা।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসরে এখন পর্যন্ত ১০ বার ফাইনাল খেলেছেন ধোনি। আসছে ২৮ মে সংখ্যাটা হবে ১১। কিন্তু এই তালিকায় এরপর কে? ধোনির পরে আইপিএলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছেন কোন ক্রিকেটার?

এই তালিকায় ধোনির পরের নামটা ধোনির এক বন্ধুর, সতীর্থের—সুরেশ রায়না। এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলের ফাইনালে খেলেছেন আটবার। আইপিএলে ৫৫২৮ রান করা এই ব্যাটসম্যান সব কটি ফাইনালই খেলেছেন চেন্নাইয়ের হয়ে।

আরও পড়ুন

ধোনি অবশ্য সব কটি ফাইনাল চেন্নাইয়ের হয়ে খেলেননি। মাঝখানে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিতে জড়িয়ে দুই মৌসুম (২০১৬ ও ২০১৭) আইপিএল থেকে নিষিদ্ধ ছিল চেন্নাই। সে সময় ধোনি খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। ২০১৭ সালে পুনের হয়েও ফাইনাল খেলেন ধোনি। তবে সেই আসরে ধোনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন না।

বর্তমানে রাজস্থানে খেলা অশ্বিন পাঁচবার ফাইনাল খেলেছেন চেন্নাইয়ের হয়ে
ছবি : বিসিসিআই

ধোনি ও রায়নার পর তালিকায় তিন নম্বরে চারজন। রবিচন্দ্রন অশ্বিন ফাইনাল খেলেছেন সাতবার। তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ফাইনাল খেলেছেন অশ্বিন। গত মৌসুমে রাজস্থানের হয়ে ফাইনাল খেলা এই স্পিন বোলিং অলরাউন্ডার ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফাইনাল খেলেছিলেন।

বাকি পাঁচবারই অশ্বিন ফাইনাল খেলেছেন চেন্নাইয়ের হয়ে। ২০১৭ সালে রাইজিং সুপার জায়ান্টসে তাঁর খেলার কথা থাকলেও চোটের কারণে পারেননি। এখন খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

আরও পড়ুন

অশ্বিনের সমান সাতবার ফাইনাল খেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রাইডু ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে এর মধ্যে একমাত্র ব্রাভো সাতবারই ফাইনাল খেলেছেন চেন্নাইয়ের হয়ে। ২০১০ সালে নিজেদের প্রথম ফাইনালে ওঠার মৌসুমে মুম্বাইয়ের স্কোয়াডে থাকলেও ফাইনালে দলে ছিলেন না ব্রাভো।

মুম্বাইয়ের হয়ে চারবার ফাইনালে খেলেছেন রাইডু
ছবি: টুইটার

রাইডু প্রথম ফাইনাল খেলেছেন ২০১০ সালে মুম্বাইয়ের হয়ে। ২০১৮ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার আগে মুম্বাইয়ের হয়ে আট মৌসুম খেলছেন রাইডু। মুম্বাইয়ের হয়ে এই ব্যাটসম্যান ফাইনাল খেলেছেন চারবার, তিনবার চেন্নাইয়ের হয়ে।

সব ঠিক থাকলে ২৮ মে চেন্নাইয়ের হয়েও চতুর্থ ফাইনাল খেলবেন রাইডু। জাদেজা ছয়বার ফাইনালে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। আইপিএলের প্রথম মৌসুমে রাজস্থানের হয়ে তাঁর বর্তমান দল চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে খেলেছিলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন