এবার পানশালা থেকে হাসপাতালে ম্যাক্সওয়েল, বাদ পড়ার কারণ কি এটাই
অ্যালকোহল-সংশ্লিষ্ট ঘটনায় গ্লেন ম্যাক্সওয়েল গত শুক্রবার অ্যাডিলেডে এক হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ এ বিষয়ে প্রথম জানিয়েছিল। একটি পানশালায় রক ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’–এর গান শুনতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। দুর্ঘটনা ঘটেছে সেখানেই। নিউ সাউথ ওয়েলসের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটারদের নিয়ে বানানো এই ব্যান্ডের সদস্য অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।
অ্যাডিলেডে এই সপ্তাহান্তে ম্যাক্সওয়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তা অবগত এবং সে বিষয়ে আরও তথ্য খোঁজা হচ্ছে।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)
ঠিক কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি। ম্যাক্সওয়েল সেখানে বেশিক্ষণ ছিলেন না এবং অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো মনে করছে, এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা নেই। বিগ ব্যাশে (বিবিএল) মেলবোর্ন স্টারসের হয়ে মৌসুম শেষ করে একটি সেলিব্রিটি গলফ ইভেন্টে অংশ নিতে অ্যাডিলেড গিয়েছিলেন ম্যাক্সওয়েল।
আজ দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে ম্যাক্সওয়েলের জায়গায় দলে ডাকা হয় ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ডধারী জ্যাক ফ্রেজার-ম্যাগার্ককে। সিএ দাবি করেছে, ম্যাক্সওয়েলকে স্কোয়াডের বাইরে রাখার সঙ্গে অ্যাডিলেডের ঘটনার কোনো সম্পর্ক নেই।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিএএর বিবৃতিতে বলা হয়, ‘অ্যাডিলেডে এই সপ্তাহান্তে ম্যাক্সওয়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তা অবগত এবং সে বিষয়ে আরও তথ্য খোঁজা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এটার (অ্যাডিলেডের ঘটনা) সম্পর্ক নেই। বিবিএল শেষেই তার (ম্যাক্সওয়েল) ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব নয়।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েল গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে কনকাশনে ভুগেছিলেন। একটি গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। ২০২২ সালের শেষ দিকে এক বন্ধুর ৫০তম জন্মদিনে দৌড়ানোর সময় পা ভেঙে ফেলেন। সে সময়ে তাঁকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল।
এবার বিগ ব্যাশের ফাইনালে উঠতে না পারায় গত সপ্তাহে মেলবোর্ন স্টারসের অধিনায়কত্বও ছাড়েন ৩৫ বছর বয়সী ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ জানিয়েছে, অ্যাডিলেডে জনপ্রিয় এই গলফ ইভেন্টে অংশ নেওয়ার আগে ম্যাক্সওয়েল স্থানীয় একটি পানশালায় ঢুকেছিলেন। সেখানে ব্রেট লির ব্যান্ড ‘সিক্স অ্যান্ড আউট’ পারফর্ম করছিল।
সেভেন নিউজ জানিয়েছে, সেখান থেকে ম্যাক্সওয়েলকে রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ম্যাক্সওয়েল পুরো রাত হাসপাতালে ছিলেন না।
অস্ট্রেলিয়া সফররত ওয়েস্ট ইন্ডিজ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ২৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ২ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল, যা শুরু হবে ৯ ফেব্রুয়ারি হোবার্টে।