৩ স্পিনার নিয়ে খেলবে ভারত, কেমন হবে তাদের চেন্নাই টেস্টের একাদশ

বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে ৩ স্পিনার অশ্বিন, জাদেজা ও কুলদীপকে দেখা যেতে পারেবিসিসিআই

লাল মাটির পিচ—কথাটা ভাবলেই চোখের সামনে যেন চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজ ভেসে ওঠে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ–ভারত চেন্নাই টেস্ট খুব সম্ভবত লাল মাটির পিচেই হবে।

এ ধরনের পিচ বরাবরই স্পিন সহায়ক হয়ে থাকে। বল অনেকটা ধীরেই আসে। এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজাবে স্বাগতিক ভারত। ভারতীয় দলের এক সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

এক প্রতিবেদনে পিটিআই লিখেছে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা ৩ স্পিনার নিয়ে খেলার চিন্তাভাবনা করছেন। তাঁরা হলেন—অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও চায়নাম্যান কুলদীপ যাদব। জাদেজা আর অশ্বিন তো বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে স্বীকৃত স্পিনার রাখা হয়েছে ৪ জন। অশ্বিন, জাদেজা ও কুলদীপকে একাদশে রাখা হলে বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল। ৩ স্পিনারের সঙ্গে ২ পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে নিয়ে বোলিং আক্রমণ সাজাতে যাচ্ছে ভারত—এমনটিও জানিয়েছে পিটিআই।

চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে লাল মাটির পিচে খেলতে চাইছে ভারত
এক্স

ব্যাটিং অর্ডারে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সোয়াল। তিনে শুবমান গিল ও চারে বিরাট কোহলির খেলা নিশ্চিত। এরপর নামবেন জাদেজা ও সরফরাজ খান। ২৬ বছর বয়সী সরফরাজ খেলার মধ্যেই আছেন। ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট দুলীপ ট্রফিতে তিনি দুটি ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

সাতে দেখা যেতে পারে ঋষভ পন্তকে। এ ম্যাচ দিয়েই প্রায় পৌনে ২ বছর পর টেস্ট খেলতে নামবেন পন্ত। এই উইকেটকিপার–ব্যাটসম্যান সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেই; ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে। এরপর দেশে ফিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।

প্রায় পৌনে ২ বছর পর টেস্টে ফিরছেন ঋষভ পন্ত
ইনস্টাগ্রাম

পন্তকে জায়গা করে দিতে সরে যেতে হবে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজেই আলো ছড়ানো ধ্রুব জুরেলকে। ভারতের ব্যাটিং অর্ডারের শেষ ৪ জন অশ্বিন, বুমরাহ, কুলদীপ ও সিরাজ।

চেন্নাই টেস্ট সামনে রেখে গত সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন করে যাচ্ছে ভারত। তীব্র গরমের মধ্যই রোহিত–কোহলিরা তিনটি ট্রেনিং সেশন করেছেন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানদের নিয়ে গড়া বাংলাদেশের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। সেটি মাথায় রেখে রোহিত অনুশীলনে স্পিন খেলায় বেশি মনোযোগী হয়েছেন।

বোলিং অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিন
বিসিসিআই

পিটিআই জানিয়েছে, নেটে জাদেজা, পন্ত এমনকি পেসার সিরাজও ব্যাট হাতে স্থানীয় স্পিনারদের খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অনুশীলন পিচের মূল অংশ থেকে বোলাররা বাড়তি বাউন্সও পেয়েছেন। বৃহস্পতিবার চেন্নাই টেস্ট শুরুর আগে আরও দুটি ট্রেনিং সেশন করার সুযোগ পাবে ভারত।

চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।