পিসিবিকে বিসিবির ধন্যবাদ, খুশি পিসিবিও

অনুশীলনে নাজমুলরাশামসুল হক

পাকিস্তানে অনুশীলন করেই পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। ব্যাপারটা সে রকমই দাঁড়াচ্ছে। কারণ, আগামীকাল পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগপর্যন্ত দল হিসেবে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ কয় দিন অনুশীলন যা হয়েছে, সবই ব্যক্তিগতভাবে। এমনকি সফরের দলও ঘোষণা হওয়ার কথা আগামীকাল।

এ অবস্থায় পিসিবির কাছে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। পিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দলকে এমন সুযোগ দেওয়ার জন্য পিসিবিকে আমরা ধন্যবাদ দিতে চাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের আগে এটা নিশ্চিতভাবেই আমাদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।’

আরও পড়ুন

বাংলাদেশ তাদের অগ্রিম আতিথেয়তার প্রস্তাব গ্রহণ করায় পিসিবিও বেশ খুশি। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসির বলেছেন, ‘জয়-পরাজয়ই খেলাধুলার শেষ কথা নয়, এটা বন্ধুত্বের একটা মাধ্যমও। আমি আশা করছি, খেলোয়াড়েরা এখানে যে বাড়তি অনুশীলন সুবিধা পাবে, সেটা তাদের সামর্থ্য দেখানোর সুযোগ বাড়াবে।’ সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত যে বিসিবি আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশ দলকে লাহোরে স্বাগত জানাতে চাই। এই সুযোগে পাকিস্তানের ঐতিহ্যবাহী ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ দল তিন দিনের বাড়তি অনুশীলন সুবিধা পাবে। এরপর পূর্বঘোষিত সূচি অনুযায়ী ইসলামাবাদে যাবে।’

ঢাকায় থাকলেও নিরাপত্তাঝুঁকির কারণে বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফরা কয়েক দিন ধরে হোটেলেই অবস্থান করছেন। মিরপুরে ক্রিকেটাররা টেস্টের প্রস্তুতি নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। এ পরিস্থিতিতে পিসিবি বাংলাদেশ দলকে নির্ধারিত সময়ের (১৭ আগস্ট) আগেই পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিলে বিসিবি তাতে সম্মত হয়। বাড়তি কয়েক দিনের জন্য বাংলাদেশ দলকে অনুশীলনের সব রকম সুযোগ-সুবিধা দেবে পিসিবি।

আরও পড়ুন