বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড, আসবেও দেরিতে

২০১৬ সালের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ডছবি: শামসুল হক

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির বাইরে অন্য কোনো ম্যাচ খেলতে চায় না দলটি। আগের প্রকাশিত সূচির চেয়ে দেরি করেও বাংলাদেশে আসছে ইংল্যান্ড।

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। এরপর ২৪ ও ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচ দুটির ভেন্যু বা প্রতিপক্ষ অবশ্য চূড়ান্ত করা ছিল না।

আজ সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানান, ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের জন্য সিলেটকে ঘিরে পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে ইংল্যান্ড ম্যাচ দুটি খেলতে চায় না। নিজাম উদ্দিন বলেছেন, ‘শেষ পর্যন্ত ইংল্যান্ড দল তাদের অফিশিয়াল ম্যাচগুলোর মধ্যেই থাকতে চায়। এবার তাই (সিলেটে ম্যাচ আয়োজন) সম্ভব হয়নি। আয়ারল্যান্ডকে তো আতিথেয়তা দিচ্ছি সিলেটে।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
প্রথম আলো ফাইল ছবি

ঠিক কী কারণে ইংল্যান্ডের এমন সিদ্ধান্ত, সেটি নির্দিষ্ট করে বলেননি বিসিবির প্রধান নির্বাহী। শুধু জানিয়েছেন, ইংল্যান্ড দলের নিজেদের পরিকল্পনার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন

এদিকে ইংল্যান্ড দল ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডের পর হবে তিনটি টি-টোয়েন্টিও। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে আছে ইংল্যান্ড দল। ১ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। সে ক্ষেত্রে টেস্ট সিরিজের দলে থাকা কাউকেই বাংলাদেশ সফরের শুরুতে পাওয়া যাবে না।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

আরও পড়ুন