ভারতের কাছে হারের পর খেলা ছাড়া নিয়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসানআইসিসি

মাহমুদউল্লাহর বয়স এখন ৩৮ বছর, সাকিব আল হাসানের ৩৭। দুজনের বয়স বিবেচনা করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি প্রশ্ন অনেকের মনেই জেগেছে—এটাই কি সাকিব ও মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি না!

ভারতের কাছে গতকাল সুপার এইটে বাংলাদেশের ৫০ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। তাঁকে কাছে পেয়ে প্রশ্নটি করে ফেলেন সাংবাদিকেরা—এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ?

আরও পড়ুন

এই প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য নির্দিষ্ট করে কিছু বলেননি। কবে খেলা ছাড়বেন—এ বিষয়ে সাকিব বলেছেন, ‘এটাই শেষ কি না, জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তা ছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে। কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়।’

এখানেই থামেননি সাকিব। টি-টোয়েন্টিতে নিজের ‘শেষ’ নিয়ে এরপর তিনি যোগ করেন, ‘খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিই। যখন সময় হবে, তখন সবাই সবকিছু জানতে পারবে।’

আরও পড়ুন
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ সাকিব
এএফপি

সেই সময়টা কবে হতে পারে বলে মনে করেন সাকিব? বাংলাদেশের অলরাউন্ডার বলেছেন, ‘দল যদি মনে করে, আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয়, দলকেও আমার প্রয়োজন, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।’

সাকিব এরপর বলেন, ‘আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।’

আরও পড়ুন