পাকিস্তান টেস্ট দলের কোচের পদ ছাড়লেন গিলেস্পি

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পিএক্স

পাকিস্তান দলে কে কখন কোচ হন এবং কখন বিদায় নেন, সে হিসাব রাখা বেশ চ্যালেঞ্জিং। এত বেশি অদলবদলের ভেতর দিয়ে দলটি যেতে থাকে যে নিয়মিত খবর না রাখলে খেই হারানোর শঙ্কাও থাকে।

সেই বদলের তালিকায় এবার যোগ হলো টেস্ট দলের কোচ জেসন গিলেস্পির নাম। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন গিলেস্পি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। গত কিছু দিন ধরেই অবশ্য গিলেস্পির দায়িত্ব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

আরও পড়ুন

সূত্রের বরাত দিয়ে গিলেস্পির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। পিসিবির বরাত দিয়ে একই বিষয় জানিয়েছে ইএসপিএনক্রিকইনফোও।

তবে গিলেস্পির চাকরি ছাড়ার বিষয়টি একেবারে অনভিপ্রেত কিছু নয়। সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে চুক্তি নবায়নে পিসিবি অস্বীকৃতি জানানোর পর, গিলেস্পি চাকরি ছাড়াটা একরকম প্রত্যাশিতই ছিল। কাজের ক্ষেত্রে গিলেস্পি ও নিয়েলসেনের দারুণ বোঝাপড়ার বিষয়টি কারওই অজানা ছিল না। নিয়েলসনের সঙ্গে চুক্তি না বাড়ানোর বিষয়টি নিশ্চিতভাবেই মানতে পারেননি গিলেস্পি।

পাকিস্তান অধিনায়ক শান মাসুদের সঙ্গে সদ্য সাবেক কোচ জেসন গিলেস্পি
পিসিবি

গিলেস্পি সরে যাওয়ার পরপরই লাল বলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পেসার আকিব জাভেদকে। এক বিবৃতিতে আকিবকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। দায়িত্ব নেওয়ার পর আকিবের প্রথম মিশন হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে কেপটাউনে আগামী ৩ জানুয়ারি। সাদা বলের সংস্করণেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন আকিব।

আরও পড়ুন

চলতি বছরের এপ্রিলে দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের কোচ নিয়োগ দেওয়া হয় গিলেস্পিকে। তবে সাম্প্রতিক সময়ে পিসিবির বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি গিলেস্পি। পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের সময় উপেক্ষা করা হয় তাঁকে, যা ভালোভাবে নেননি গিলেস্পি এবং শেষ পর্যন্ত দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন।

এর আগে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেনও। গিলেস্পির মতো তিনিও গত এপ্রিলে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় অক্টোবরে চাকরি ছাড়ার ঘোষণা দেন কারস্টেন। দুজন বিদেশি কোচ ছয় মাসও স্থায়ী হতে না পারার ঘটনা পাকিস্তান ক্রিকেট নিয়ে নিশ্চিতভাবে বাজে বার্তা দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে হয় বিদেশি কোচদের কোচিংয়ের রাজি করানোও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

দায়িত্ব নেওয়ার গিলেস্পির প্রথম মিশন ছিল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। যেখানে বাংলাদেশের কাছে ২–০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে ২–১ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় গিলেস্পির দল। কারস্টেন বিদায় নেওয়ার পর নভেম্বরে অস্ট্রেলিয়ায় সাদা বলের দায়িত্বও পালন করেন গিলেস্পি। যেখানে ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জিতলেও হোয়াইটওয়াশ হয় টি–টোয়েন্টি সিরিজে।