সুযোগ হয় না বলে নিজেদের প্রমাণ করতে পারেন না বাংলাদেশিরা, বললেন এনামুল

দারুণ সেঞ্চুরির পরও হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়শামসুল হক

বিপিএলে গতকাল রাতে এনামুল হক যখন সেঞ্চুরির জন্য ১ রানের অপেক্ষায়, তার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দুর্বার রাজশাহীর হার। ম্যাচের শেষ বলে সেঞ্চুরি পূরণ করেও তাই অতৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাজশাহী অধিনায়ককে। শেষ ওভারে ১৭ রানের সমীকরণ মেলাতে না পারার কষ্ট থাকলেও এমানুলের দুর্বার ইনিংসটাকে খাটো করে দেখার সুযোগ নেই।

৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকার পথে এনামুল শট খেলেছেন উইকেটের চারপাশে। ম্যাচ শেষে নিজের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটিং নিয়ে কথাও বলেছেন এই ব্যাটসম্যান। একই সময় তাঁর কণ্ঠে শোনা গেছে বাংলাদেশি ক্রিকেটারদের বাইরের লিগে খুব বেশি খেলতে না পারার আক্ষেপের কথাও।

কয় দিন আগে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের টাকা না পাওয়া নিয়ে বেশ তোলপাড় হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। কাল ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এনামুলের কাছে প্রথম প্রশ্ন ছিল বিষয়টি নিয়ে। জবাবে রাজশাহী অধিনায়ক বলেছেন, ‘এটা দিয়েই শুরু (হাসি...)? ২৫% পেয়েছি, বাকি ২৫% দেওয়ার কথা। বেশির ভাগ খেলোয়াড়ই পেয়েছে জানি। দু–একজন বাদ আছে কি না, আমি জানি না।’

আরও পড়ুন

এরপর এনামুল কথা বলেছেন নিজের সেঞ্চুরি নিয়ে। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে না পারার অতৃপ্তি ছিল তাঁর কণ্ঠে, ‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ কিছু বলার নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে (জয়ের কাছাকাছি) নিয়ে যাওয়া যায়, রান রেট কত চলছে। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত। এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন পাঁচ-ছয়টা ম্যাচ সে জেতাবে। তাই আফসোস থেকে যাবে।’

এনামুল এ সময় কথা বলেছেন নিজের ৩৬০ ডিগ্রি ব্যাটিং নিয়েও, ‘আমরা যেসব ইনিংস দেখি, এর পেছনে বলবয়, কোচ, থ্রোয়ার, যাঁরা কাছের মানুষ আছেন, তাঁদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সেই সকাল থেকে অনুশীলন করি। এটা ৩৬০ ডিগ্রি বলেন বা আন–অর্থোডক্স শট বলেন, এগুলো সুযোগ ব্যাটসম্যানের জন্য। খেলার সময় ভেবেছি, কীভাবে পাওয়ারপ্লে শেষে বাউন্ডারি বের করতে পারব।’

সেঞ্চুরির পথে বিজয়ের আরেকটি শট
প্রথম আলো

সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিংয়ের পাশাপাশি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন এনামুল। বাইরের লিগে খুব বেশি ক্রিকেটারের সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, ‘মাহিদুল অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংস খেলছে (সেগুলো দারুণ)। শামীম দারুণ ইনিংস খেলেছে, আজকে (গত রাতে) আফিফ ভালো খেলেছে। আমাদের ছেলেরা কিন্তু বাইরের লিগে অত সুযোগ পায় না। বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি কম খেলে। সাকিব ভাই, মুশফিক ভাই, মোস্তাফিজ, তাসকিনদের খেলতে দেখেছি কিছু কিছু।’

আরও পড়ুন

আফগান ক্রিকেটারদের উদাহরণ টেনে এনামুল যোগ করেন, ‘আফগানিস্তানের জাতীয় দলে খেলেন না, তাঁরাও কিন্তু বিগ ব্যাশ, আইপিএল খেলছেন। তাঁরা কিন্তু বড় প্লেয়ারে পরিণত হচ্ছেন। আমাদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটি রয়েছে। যখন এই ম্যাচগুলো হয়, তাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পান। যে নামগুলো বললাম, তাদের সামর্থ্য আছে। প্রতিভার চেয়ে পারফরমার বেশি জরুরি। ছোট ইনিংস যদি বড় করা যায়, ধারাবাহিক হতে পারে, তাহলে ভালো খেলোয়াড় হয়ে উঠবে। তারা দারুণ ক্রিকেট খেলছে, নিজেরা বড় ক্রিকেটারে পরিণত হবে।’

৮ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে আছে দুর্বার রাজশাহী। দলটির পরের ম্যাচ আজ সন্ধ্যায় চিটাগং কিংসের বিপক্ষে।