২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্টেইনের চোখে এবারের বিশ্বকাপের সেরা ৫ পেসার

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইনছবি: প্রথম আলো

কোন দলের হাতে উঠবে এবারের বিশ্বকাপের ট্রফি, কে হবেন সেরা খেলোয়াড়, সেরা বোলার বা ব্যাটসম্যানের পুরস্কারই–বা জিতবেন কে—এমন অনেক প্রশ্ন ক্রিকেটের আকাশে উড়ছে এখন। বিশ্বকাপ যে দাঁড়িয়ে আছে দুয়ারে।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আরও অনেকে অনেক রকমের অনুমান করে যাচ্ছেন।

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা
ফাইল ছবি

এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইনকে প্রশ্ন করা হয়েছিল, এবারের বিশ্বকাপে তাঁর চোখে সেরা ৫ পেসার কে কে? এই প্রশ্নের উত্তরে ৫ দেশের ৫ জনের নাম বলেছেন স্টেইন।

ভারতের মোহাম্মদ সিরাজ, পাকিস্তানের শাহিন আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর ইংল্যান্ডের মার্ক উডের সঙ্গে সেরা পাঁচে নিজের দেশের ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে রেখেছেন স্টেইন।

এই পাঁচজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বোল্ট। ১০৪টি ওয়ানডে খেলে ২৩.৫৬ গড়ে তাঁর উইকেট ১৯৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯২টি ওয়ানডে খেলেছেন রাবাদা। ২৭.৭৫ গড়ে তিনি নিয়েছেন ১৪৪ উইকেট। আর ইংল্যান্ডের ফাস্ট বোলার উড ৫৯টি ওয়ানডে খেলে ৩৭.৮৮ গড়ে নিয়েছেন ৭১ উইকেট।

আরও পড়ুন
পাকিস্তানের ফাস্ট বোলার আফ্রিদি
ছবি: রয়টার্স

ম্যাচ খেলার দিক থেকে অভিজ্ঞতায় এই তিনজনের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন আফ্রিদি ও সিরাজ। আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৪টি ওয়ানডে। তবে উডের চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি, ২৩.৩৬ গড়ে ৮৬টি। আর সিরাজ ৩০ ম্যাচে ২০.০১ গড়ে পেয়েছেন ৫৪ উইকেট।

অভিজ্ঞতা বা গড়-টড় কিংবা কে কত উইকেট পেয়েছেন, সেটিকে পাত্তা না দিয়ে আফ্রিদির কথা আলাদাভাবেই বলেছেন স্টেইন। ‘শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখার মতো বিষয়ই হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বোলিং করবে’—বললেন আফ্রিদিকে নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার।