স্যামসনের দুর্দান্ত ইনিংসেও জিততে পারল না ভারত
ভারতের মাটিতে সঞ্জু স্যামসনের প্রথম ওয়ানডে। দলকে জেতানোর সর্বোচ্চ চেষ্টাই করেছেন, কিন্তু লক্ষ্যটা বেশ পর্যন্ত বাগে আনতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য শেষ ওভারে ৩০ রান দরকার ছিল ভারতের। এক ছক্কা ও তিন চার মিলিয়ে স্যামসন একাই তুলেছেন ১৯ রান, আর একটি ওয়াইড। শেষ ওভারে ২০ রান তুলে ভারত শেষ পর্যন্ত ৯ রানে হারলেও পাল্টা লড়াইয়ের জন্য প্রশংসা পাবেন স্যামসন।
এই জয়ে বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট বাড়ল দক্ষিণ আফ্রিকার।
লক্ষ্ণৌতে আজ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪০ ওভারে আনা হয়। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। আগে ব্যাট করে ৪ উইকেটে ২৪৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়াই এই সিরিজে মাঠে নামা ভারতের টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যান ৫১ রান তুলতেই ড্রেসিংরুমে ফিরে যান। শিখর ধাওয়ান, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াররা বেশিক্ষণ টিকতে পারেননি। ছয়ে নামা স্যামসন দুটি জুটিতে ভারতকে শেষ ওভার পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন ম্যাচে।
পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৫৪ বলে ৬৭ রানের জুটি গড়েন স্যামসন। ৩৭ বলে ৫০ রান করা আইয়ার ২৭তম ওভারে আউট হওয়ার পর শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বাঁধেন স্যামসন। তাঁদের ৬৬ বলে ৯৩ রানের জুটিতে স্যামসনের অবদান ৩৫ বলে ৫২। ৩১ বলে ৩৩ রান করা শার্দূল স্রেফ এক প্রান্ত ধরে রেখেছেন, মূল লড়াইটা চালান স্যামসন। জয়ের জন্য শেষ তিন ওভারে ৪৬ রানের দূরত্বে থাকতেও জয়ের আশা ছিল ভারতের।
কিন্তু ৩৮তম ওভারে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি টানা দুই বলে শার্দূল ও কুলদ্বীপকে তুলে নেওয়ার পর ম্যাচে হারের চোখ রাঙানি পাচ্ছিল ভারত। শেষ উইকেটে রবি বিঞ্চয়কে সঙ্গে নিয়ে ৮ বলে ২৫ রানের জুটি গড়েও ভারতকে জয় এনে দিতে পারেননি স্যামসন। ৩ ছক্কা ও ৯ চারে ৬৩ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন এনগিদি, ২ উইকেট কাগিসো রাবাদার।
এর আগে ব্যাটিংয়ে নেমে তিনটি ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৪ বলে ৪৮ রান করেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। হাইনরিস ক্লাসেন ৬৫ বলে ৭৪ এবং ৬৩ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। ক্লাসেন-মিলার মিলে পঞ্চম উইকেটে ১০৬ বলে ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে ২ উইকেট নেন শার্দূল ঠাকুর।